বাগেরহাটের মোল্লাহাটে দুই লাখ টাকা চাঁদা না দেওয়ায় এক পল্লী চিকিৎসকের ওষুধের দোকানে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। এতে প্রায় ৩০ থেকে ৩৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী চিকিৎসক যুগল কৃষ্ণ বসু।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (৯ অক্টোবর) গভীর রাতে ভান্ডারখোলা বাজারে। চিকিৎসক যুগল কৃষ্ণ জানান, শাশ্বত সম্প্রীতি যুব সংঘের সভাপতি প্রলয় মজুমদার কৃপা ও তার সহযোগীরা দুর্গাপূজার চাঁদা হিসেবে তার কাছে দুই লাখ টাকা দাবি করেছিলেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তারা দোকান ভাঙচুর ও আগুন দেওয়ার হুমকি দেয়।
রাতের বেলা দোকানে আগুন লাগার আগে অভিযুক্তদের আশপাশে ঘোরাফেরা করতে দেখা যায়। কিছুক্ষণ পরেই দোকানটি আগুনে পুড়ে যায়। এতে ওষুধ, ফার্নিচার ও আলমারি সহ সব কিছু ছাই হয়ে যায়।
ওসি ফজলুল হক জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে, তবে এখনও কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
বাগেরহাটে দুই লাখ টাকা চাঁদা না দেয়ায় পল্লী চিকিৎসকের ওষুধের দোকানে অগ্নিসংযোগ
- আপলোড সময় : ১১-১০-২০২৫ ১০:২৬:০৪ পূর্বাহ্ন
- আপডেট সময় : ১১-১০-২০২৫ ১০:২৬:০৪ পূর্বাহ্ন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ