ঢাকা , বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫ , ২৯ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আশুলিয়ায় ছয়জনকে পোড়ানোর মামলায় রায় ঘোষণার তারিখ ২১ আগস্ট সংবিধানের ১১৬ অনুচ্ছেদের বৈধতা বিষয়ে রায় ২ সেপ্টেম্বর চালের মান উন্নত, ১৫ টাকায় মিলবে খাদ্যবান্ধব কর্মসূচির চাল: উপদেষ্টা আলী ইমাম তফসিলের আগেই উপদেষ্টা পদ ছাড়ছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের ক্লাস শুরু ২১ সেপ্টেম্বর মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস দেশের সব কারাগারে নৈতিকতা শিক্ষা কার্যক্রম: ধর্ম উপদেষ্টার বিশেষ পরিকল্পনা ত্রয়োদশ জাতীয় নির্বাচন পর্যবেক্ষণে ৩৩১ স্থানীয় সংস্থার নিবন্ধন আবেদন সুপ্রিম কোর্ট ও প্রধান বিচারপতির বাসভবন এলাকায় সভা-সমাবেশে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে উদ্যোগী অন্তর্বর্তী সরকার: প্রধান উপদেষ্টা বাংলাদেশ সচিবালয়ে নিরাপত্তা জোরদারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাত দফা নির্দেশনা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে দুটি বাল্ক ক্যারিয়ার জাহাজ ক্রয় করছে, বাংলাদেশ শিপিং করপোরেশন আন্তর্জাতিক বাজারে দাম কমায় দেশে পাম অয়েলের লিটারপ্রতি দাম ১৯ টাকা হ্রাস আইইউবি ও মানারাতের দুই শিক্ষকের বিরুদ্ধে এলজিবিটি কর্মীর বীভৎস হত্যার হুমকি, তীব্র নিন্দা ও প্রতিবাদ বাংলাদেশ ইসলামি ছাত্র মজলিসের আইইউবি ও মানারাতের দুই শিক্ষকের প্রতি ডেথ থ্রেট, ফেসবুকে উস্কানিমূলক হুমকিতে চাঞ্চল্য সৃষ্টি ইউরোপে যুদ্ধের প্রস্তুতি তীব্র হচ্ছে, অস্ত্র কারখানার সম্প্রসারণ ত্রিগুণ গতি পাচ্ছে ডেনমার্কের হারকিউলিস বিমান গাজায় মানবিক সাহায্য পৌঁছে দেবে মাইক্রোসফট লেন্স বন্ধ হচ্ছে: জনপ্রিয় ডকুমেন্ট স্ক্যানিং অ্যাপের সমাপ্তি, বিকল্প হিসেবে ৩৬৫ কোপাইলটের পরামর্শ মাইক্রোসফটের নতুন এআই প্রযুক্তি ম্যালওয়্যার শনাক্তে স্বয়ংক্রিয় বিশ্লেষণ সুবিধা নিয়ে বাংলাদেশ–মালয়েশিয়া সহযোগিতা জোরদারে ৫ এমওইউ ও ৩ নোট বিনিময়

‘মার্চ টু এনবিআর’ শুরু, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

  • আপলোড সময় : ২৮-০৬-২০২৫ ০২:০৯:২১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৬-২০২৫ ০২:০৯:২১ অপরাহ্ন
‘মার্চ টু এনবিআর’ শুরু, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী এনবিআরের ঢাকা কার্যালয়ের কর্মকর্তাসহ দেশের বিভিন্ন প্রান্তের কর্মকর্তারা রাজধানীর এনবিআর ভবনের সামনে সমবেত হয়েছেন।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যানের অপসারণ ও সব পক্ষের অংশগ্রহণের ভিত্তিতে রাজস্ব খাতের সংস্কার দাবিতে ‘মার্চ টু এনবিআর’ কর্মসূচি শুরু করেছেন আন্দোলনরত কর্মকর্তা–কর্মচারীরা। আজ শনিবার সকাল থেকে এনবিআরের ঢাকা কার্যালয়ের কর্মকর্তাসহ দেশের বিভিন্ন প্রান্তের কর্মকর্তারা রাজধানীর এনবিআর ভবনের সামনে সমবেত হয়েছেন।

এই পরিস্থিতিতে এনবিআরের মূল ফটক বন্ধ করে দিয়ে ভেতরে অবস্থান নিয়েছে বিজিবি, পুলিশ, র‌্যাব ও কোস্টগার্ডের সদস্যরা। এনবিআর ভবনের আশপাশে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।

কর্মকর্তা-কর্মচারীদের অভিযোগ, এনবিআর চেয়ারম্যান সমস্যার সমাধান না করে মিথ্যাচার করছেন। এ পরিস্থিতিতে আজ থেকে সারা দেশের শুল্ক কর কার্যালয়েও শুরু হয়েছে লাগাতার শাটডাউন কর্মসূচি।

এদিকে গতকাল শুক্রবার অর্থ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংস্কার নিয়ে জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) চলমান অচলাবস্থা নিরসনে অর্থ মন্ত্রণালয় সভা করেছে। এতে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে ঘোষিত কর্মসূচি প্রত্যাহারের নির্দেশনা, কর্মকর্তাদের বদলি আদেশ পুনর্বিবেচনা ও আগামী মঙ্গলবার তিন পক্ষের মধ্যে আলোচনা হবে—এই তিনটি সিদ্ধান্ত হয়েছে।

সভাটি হয়েছে গত বৃহস্পতিবার। সভায় সরকারের পক্ষ থেকে দেশের ব্যবসা-বাণিজ্য ও আমদানি-রপ্তানিসহ বৃহত্তর জাতীয় স্বার্থে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ঘোষিত কমপ্লিট শাটডাউন ও মার্চ টু এনবিআর কর্মসূচি প্রত্যাহার করে সব কর্মকর্তা-কর্মচারীকে নিজ নিজ দপ্তরে অবস্থান করে কাজে মনোনিবেশ করার নির্দেশনা দেওয়া হয়েছে। কিন্তু কর্মকর্তা-কর্মচারীরা নির্দেশনা না মেনে মার্চ টু এনবিআর কর্মসূচি পালন করছেন।

গত বৃহস্পতিবার বিকেলে সংবাদ সম্মেলন করে সারা দেশের শুল্ক-কর কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের ঢাকামুখী ‘মার্চ টু এনবিআর’ শীর্ষক কর্মসূচি পালনের ঘোষণা দেন এনবিআর সংস্কার ঐক্য পরিষদের নেতারা।

উল্লেখ্য, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি) বিলুপ্ত করে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ নামের দুটি বিভাগ করে গত ১২ মে অধ্যাদেশ জারি করে সরকার। এর প্রতিবাদে নানা ধরনের কর্মসূচি পালন করছেন রাজস্ব বোর্ডের কর্মকর্তা-কর্মচারীরা। এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে এসব কর্মসূচি পালিত হচ্ছ


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার-5

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আশুলিয়ায় ছয়জনকে পোড়ানোর মামলায় রায় ঘোষণার তারিখ ২১ আগস্ট

আশুলিয়ায় ছয়জনকে পোড়ানোর মামলায় রায় ঘোষণার তারিখ ২১ আগস্ট