ঢাকা , মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫ , ২৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কুয়েতে ৫০ হাজারের বেশি নাগরিকত্ব বাতিল, অবৈধ প্রাপ্তদের বিরুদ্ধে কঠোর অভিযান মালয়েশিয়ায় পৌঁছালেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস, অভিবাসন-বিনিয়োগে গুরুত্ব গাজার শিফা হাসপাতালে নিহত আল-জাজিরা সাংবাদিক আনাস আল-শরীফের ৬ এপ্রিলে দেয়া শেষ সংবেদনশীল বার্তা গাজায় সদ্য শাহাদাত বরণ করা আল জাজিরার সাংবাদিক আনাস আল-শরীফের সর্বশেষ পোস্ট আনাস আল-শরিফসহ আল জাজিরার পুরো সাংবাদিক টিমকে হত্যা করেছে ইসরায়েল! শাহজালাল বিমানবন্দরে যাত্রী স্বাগত ও বিদায়ে নতুন নির্দেশনা শিক্ষক বদলি নীতিমালা বৈধতা নিয়ে হাইকোর্টের রুল জারি পলাতক ৪০ পুলিশ কর্মকর্তার পদক বাতিল, আর্থিক সুবিধা বন্ধের নির্দেশ গরিবের গভর্নরও পালিয়ে গেছেন: উপদেষ্টা সাখাওয়াত খুলনায় সুপার জুট মিলে অগ্নিকাণ্ড, দ্রুত নিয়ন্ত্রণে বড় ক্ষতি এড়ানো গেল নিয়মিত শিক্ষাপর্ব সমাপ্ত হওয়া শিক্ষার্থীদের হলত্যাগের নির্দেশ বিশ্ববিদ্যালয় প্রশাসনের পার্বত্য চট্টগ্রামে আধুনিক অস্ত্রশস্ত্র সশস্ত্র গোষ্ঠীগুলোর কাছে, বাংলাদেশের অখণ্ডতায় নতুন হুমকি তুরস্কের পশ্চিমাঞ্চলে ৬.১ মৃদু ভূমিকম্প: নিহতের খবর অনিশ্চিত, জরুরি তৎপরতা যুক্তরাষ্ট্রের শুল্ক নীতির বিরুদ্ধে ভারতের তীব্র অবস্থান, রাজনাথ সিংয়ের কড়া বার্তা দামেস্কে উমাইয়া জামে মসজিদে শুরু হলো "মুওয়াত্তা মালেক" থেকে হাদিসের দরস পাকিস্তানের সেনাপ্রধানের ভারতকে হুঁশিয়ারি: সিন্ধু নদীর বাঁধ তৈরি হলে,ধ্বংসে মিসাইলও প্রস্তুত রাঙ্গামাটিতে আদিবাসী স্বীকৃতি দাবির আড়ালে দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে মানববন্ধন সুদানের দারফুরে চলমান সংঘাতে অপুষ্টিতে ৬৩ জনের মৃত্যু, মানবিক সংকট তীব্রতর জাবিতে ১৭ হলের কমিটি ঘোষণা: রোকেয়া হলের সভাপতি হলেন ছাত্রলীগ নেত্রী কাজী মৌসুমী আফরোজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ২৪ ঘণ্টায় জাতিসংঘ মানবাধিকার অফিস বাতিলের আল্টিমেটাম

২০১৮ সালের পাতানো নির্বাচনের হোতা নূরুল হুদা: রাষ্ট্রপক্ষের আইনজীবী

  • আপলোড সময় : ২৭-০৬-২০২৫ ০৮:০০:০৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৬-২০২৫ ০৮:০০:০৩ অপরাহ্ন
২০১৮ সালের পাতানো নির্বাচনের হোতা নূরুল হুদা: রাষ্ট্রপক্ষের আইনজীবী

রাষ্ট্রদ্রোহের অভিযোগে শেরেবাংলা নগর থানার মামলায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 

শুক্রবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মোহাম্মদ জুনাইদের আদালত এ আদেশ দেন।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ও শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক শামসুজ্জোহা সরকার ১০ দিনের রিমান্ড আবেদন করেন। আসামি পক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। 

রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে শুনানি করেন। শুনানি শেষে বিচারক ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এদিন বিকাল ৩টা ৪০ মিনিটের দিকে আদালতে উঠানো হয় নূরুল হুদাকে। এসময় তার বুকে বুলেট প্রুফ জ্যাকেট, মাথায় হেলমেট পরানো ছিল। এজলাসে হাজির করানোর পর তার হেলমেট ও হ্যান্ডকাফ খুলে দেয় পুলিশ। এরপর ৩টা ৪৪ মিনিটের এর দিকে আদালতে শুনানি শুরু হয়।

এদিন আদালতে শুনানি শুরুর আগে তার আইনজীবীদের সাথে অল্প সময় কথা বললেও শুনানি চলাকালে কোনও কথা বলেননি নূরুল হুদা। আদালতে পুরো সময় মাথা নিচু করেছিলেন তিনি। শুনানি চলাকালে তাকে বিমর্ষ থাকতে দেখা যায়।

এদিন শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী বলেন, ২০১৮ সালের নির্বাচনে কোনও নিরাপত্তা ছিল না। বিরোধী দলীয় প্রার্থীর ও ভোটারের বাড়ি ঘর ভাঙচুর করা হয়। এগুলোর কোনও ব্যবস্থা নেয়নি নূরুল হুদা। ২০১৮ সালে রাত ৩টার মধ্যে ২০১৮ আসনের ফলাফল ঘোষণা করেন তিনি। তিনি কীভাবে এটা করলেন সেটা তাকে জানাতে হবে। এছাড়া রাতে প্রিসাইডিং অফিসারদের বিভিন্ন নির্দেশ দেওয়াসহ তাদের পাহারায় ও নির্দেশনায় এই রাতের ভোট সম্পন্ন হয়েছে। এই পাতানো নির্বাচনের হোতা ছিলেন উনি (নূরুল হুদা) এবং তার সচিব ও প্রশাসন কাজ করেছে তার নির্দেশে। ফ্যাসিস্ট হাসিনার সঙ্গে উনার যে সম্পর্ক সেই সম্পর্কের খাতিরেই এসব পলিসি হয়েছে। নির্বাচনের নামে হাজার হাজার কোটি টাকা লোপাট করেছেন। এতবড় একটা নির্বাচন ছিল প্রহসনমূলক।

এরপর শুনানিতে আসামিপক্ষের আইনজীবী তৌহিদুল ইসলাম সজিব বলেন, গত ২৩ তারিখের আবেদন ও আজকের আবেদনের মধ্যে কোনও পার্থক্য নেই। ঘুরিয়ে ফিরিয়ে আবার রিমান্ড চাওয়া হয়েছে। এসময় তিনি গত ৪ দিনের রিমান্ডে আসামির থেকে কী কী তথ্য পাওয়া গেছে তা জানতে চান।

তিনি বলেন, এই মামলার ধারাগুলো জামিনযোগ্য ছিল। কিন্তু প্রসিকিউশন পরবর্তীতে আবার নতুন ধারা যোগ করতে আবেদন করেন। আদালতে এখন কথা বলতেই ভয় করে। কারণ এই কথাগুলো শুনেই হয়তো আবার নতুন করে মামলা দেবে।

আসামিপক্ষের আইনজীবী শুনানিতে আরও বলেন, এখানে কিছু কিছু ধারা প্রশ্নবিদ্ধ। ধারা কীভাবে সংশোধন করা হয়। নূরুল হুদার বিরুদ্ধে সুনির্দিষ্ট সুস্পষ্ট ও দায় সৃষ্টিকারী কোনও ডকুমেন্টস নেই। রিমান্ডের আবেদনে যেসব তথ্য উপাত্ত থাকা প্রয়োজন সেগুলো নেই। নির্বাচন কমিশনে কী কী অনিয়ম হয়েছে এটা তো একজন এসআই তদন্ত করতে পারেন না। তারা শুধু তথ্য চাইতে পারেন।

এর উত্তরে পাবলিক প্রসিকিউটর বলেন, আইও তার তদন্ত চালিয়ে যাবেন। এটা তার কাজ। আদালত এই তদন্তের ওপর নির্ভর করে সবকিছু দেখেই সিদ্ধান্ত নেবেন আদালত কী করবেন। নূরুল হুদা রাষ্ট্রের বিরুদ্ধে কাজ করেছেন। সংবিধান লঙ্ঘন করেছেন।

এদিন শুনানি শেষে বিকেল ৪টা ৪২ মিনিটের দিকে বিচারক ৪ দিনের রিমান্ড মঞ্জুর করে এজলাস ত্যাগ করেন।

এর আগে গত ২২ জুন সন্ধ্যায় রাজধানীর উত্তরার ৫ নম্বর সেক্টরে নূরুল হুদার বাড়িতে গিয়ে ‘স্থানীয় জনতা’ তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। পরদিন আদালতে তোলা হলে তার ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার সিএমএম আদালত।

প্রসঙ্গত, সাবেক সচিব নূরুল হুদা ২০১৭ সালের ১৫ ফেব্রুয়ারি সিইসি হিসেবে শপথ নিয়েছিলেন। তিনি ছিলেন দেশের দ্বাদশ সিইসি। তার নেতৃত্বাধীন পাঁচ সদস্যের কমিশনের অধীনে ২০১৮ সালের একাদশ সংসদ নির্বাচনসহ স্থানীয় পর্যায়ের সব ভোট হয়।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার-5

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জাবির চারুকলা বিভাগের বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনীর উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

জাবির চারুকলা বিভাগের বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনীর উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান