ঢাকা , শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬ , ৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক সপ্তাহ পর ইরানে আংশিকভাবে ফিরল মোবাইল নেটওয়ার্ক, ইন্টারনেট এখনো বন্ধ জুলাই বিপ্লবের যোদ্ধাদের আইনি সুরক্ষা: ‘দায়মুক্তি আইন’ অনুমোদন লক্ষ্মীপুরে এনআইডি সংগ্রহ নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ: আহত ১৩, সদর হাসপাতালে উত্তেজনা জীবননগরে বিএনপি নেতা শামসুজ্জামানের দাফন সম্পন্ন: নিরপেক্ষ তদন্ত ও বিচারের দাবি পরিবারের জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের আসন সমঝোতা চূড়ান্ত: ২৫৩ আসনে প্রার্থীর নাম ঘোষণা গ্যাস বিল নিয়ে প্রতারণার ফাঁদ: গ্রাহকদের সতর্ক করল তিতাস একদিনে রাজধানীর পাঁচ স্থানে অবরোধ, দিনভর ভোগান্তি গণভোটে ‘হ্যাঁ’ জয়ী করতে ডাকসুর ১৫ দফা কর্মসূচি ঘোষণা গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের অন্তর্ভুক্ত হলে ন্যাটো আরও শক্তিশালী হবে: ডোনাল্ড ট্রাম্প নিখোঁজ শিশু উদ্ধারে দেশে প্রথমবার চালু হলো টোল-ফ্রি হেল্পলাইন ও ‘মুন অ্যালার্ট’ কর্মসংস্থান ও রেমিট্যান্স জোরদারে ৬০ হাজার চালক প্রশিক্ষণের উদ্যোগ সরকারের ইসিতে চতুর্থ দিনে ৫৩ প্রার্থীর মনোনয়ন বৈধ, ১৫টি আপিল খারিজ ইরান ছাড়তে মার্কিন নাগরিকদের জরুরি নির্দেশ, সহিংসতা ও যোগাযোগ বিচ্ছিন্নতার আশঙ্কা যুদ্ধের প্রস্তুতির বার্তা ইরানের, যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন পররাষ্ট্রমন্ত্রী আরাগচি উচ্চশিক্ষার মানোন্নয়নে ঢাকায় বসছে দক্ষিণ এশীয় আঞ্চলিক সম্মেলন শাবিপ্রবিতে মধ্যরাতে উত্তাল ক্যাম্পাস: ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে বিক্ষোভ মাতারবাড়ি বিদ্যুৎকেন্দ্রের স্ক্র্যাপ ইয়ার্ডে ভয়াবহ আগুন: নিয়ন্ত্রণে কাজ করছে ৪ ইউনিট চার মিশনের প্রেস সচিবকে অবিলম্বে দেশে ফেরার নির্দেশ মোবাইল অ্যাপেই রিচার্জ হবে মেট্রোরেলের কার্ড: লাইনে দাঁড়ানোর দিন শেষ! ইমানদারের প্রকৃত পরিচয় কী: কুরআন ও হাদিসের আলোকে চরিত্রের মানদণ্ড

ইঞ্জিন সংকট : চাহিদার চেয়ে কম চলছে পণ্যবাহী ট্রেন

  • আপলোড সময় : ২৮-০৮-২০২৫ ১০:৪১:২১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৮-২০২৫ ১০:৪১:২১ পূর্বাহ্ন
ইঞ্জিন সংকট : চাহিদার চেয়ে কম চলছে পণ্যবাহী ট্রেন চট্টগ্রাম রেলওয়ে
বাংলাদেশ রেলওয়েতে পণ্যবাহী ট্রেনকে–রাজস্ব আয়ের প্রাণ হিসেবে বিবেচনা করা হয়। প্রতি বছর রেলওয়ের রাজস্ব আয়ের সিংহ ভাগ যোগান দিয়ে থাকে রেলওয়ের পণ্যবাহী বা মালবাহী ট্রেন। রেলওয়ের পরিবহন ও বাণিজ্যিক বিভাগ থেকে জানা যায়, চট্টগ্রাম গুডস পোর্ট ইয়ার্ড (সিজিপিওয়াই) থেকে ৬৮ লোডের (৩৪টি কনটেইনার) এবং ৬৪ লোডের (৩২টি কনটেইনার) নিয়ে একটি ট্রেন ঢাকা ইনল্যান্ড কনটেইনার ডিপোতে (আইসিডি) গেলে ১৬ লাখ ১৮ লাখ টাকা পর্যন্ত আয় হয়। মালবাহী ট্রেনে তেমন কোনো খরচ নেই। একটি মালবাহী ট্রেন চালাতে শুধুমাত্র একজন লোকোমাস্টার (ইঞ্জিন চালক), একজন সহকারী লোকামাস্টার, একজন গার্ড এবং কয়েকজন আরএনবি সদস্য থাকে। আর কোনো ক্রুর প্রয়োজন হয় না।
 
অপরদিকে একটি যাত্রীবাহী ট্রেন ১০ লাখ থেকে সর্বোচ্চ ১৪ লাখ টাকাও যদি আয় হয়, যাত্রীবাহী ট্রেনে খরচ অনেক বেশি। একটি যাত্রীবাহী ট্রেনে একজন লোকোমাস্টার (ইঞ্জিন চালক), একজন সহকারী লোকামাস্টার, ৩ থেকে ৪জন টিটিই, গার্ড, প্রতি বগিতে অ্যাটেনডেন্ট, খাবার গাড়ির কর্মচারী, জিআরপি পুলিশ, রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা থাকেন। এছাড়াও টিকিট বিক্রির জন্য বুকিং সহকারী লাগে। রেলওয়ের যাত্রীবাহী ট্রেনের এই খাতগুলোতে ব্যয় সবচেয়ে বেশি। কিন্তু যেই খাতে তেমন কোনো খরচ নেই–সেই মালবাহী ট্রেন চালানোর দিকে রেলওয়ের তেমন কোনো উদ্যোগ নেই। বলতে গেলে বছরের পর বছর এই খাতে উদাসিনতার চাপ লক্ষ্য করা যাচ্ছে বলে অভিযোগ করেছেন রেলওয়ের মালবাহী ট্রেন পরিচালনার সাথে যুক্ত কর্মকর্তা–কর্মচারীরা।
 
এই ব্যাপারে রেলওয়ের হালিশহরস্থ চট্টগ্রাম গুডস পোর্ট ইয়ার্ড (সিজিপিওয়াই) এর মাস্টার আবদুস সালাম আজাদীকে জানান, ইঞ্জিন সংকটে চাহিদা মতো কনটেইনার ট্রেন চালানো যাচ্ছে না। গত দুই মাস ধরে এই ভাবে চলছে। সিজিপিওয়াই থেকে প্রতিদিন ৭ থেকে ৮টি কনটেইনার ট্রেনের চাহিদা রয়েছে। কিন্তু ইঞ্জিন সংকটের কারণে গত দুই মাস ধরে ২–৩টির বেশি যাচ্ছে না। আজকেও (গতকাল বুধবার) অনেক চাহিদা ছিল, কিন্তু দিতে পরিনি। আজকে (গতকাল) শুধু ৩টি ট্রেন চালিয়েছি। মেকানিক্যালে ফোন দিয়েছি–তারা ইঞ্জিন দিতে পারেনি। তিনি বলেন, পণ্যবাহী ট্রেন হলো–রেলের প্রাণ। কনটেইনার ট্রেন যত বেশি চালাতে পারবো তত বেশি লাভ। আমাদের চট্টগ্রাম গুডস পোর্ট ইয়ার্ড (সিজিপিওয়াই) থেকে কনটেইনারবাহী ট্রেনগুলো বন্দরের কনটেইনার নিয়ে ঢাকা ইনল্যান্ড কনটেইনার ডিপোতে (আইসিডি) যায়। এছাড়াও গুপ্তখাল এলাকা থেকে তেলবাহী ট্রেন রাজশাহী, সিলেট, রংপুরসহ দেশের বিভিন্ন ডিপোগুলো যায়।
 
রেলওয়ে সংশ্লিষ্ট সূত্র জানায়, রেলপথে চট্টগ্রাম বন্দর থেকে কমলাপুর ইনল্যান্ড কনটেইনার ডিপোর (আইসিডি) মধ্যে কনটেইনার পরিবহন শুরু হয় ১৯৮৭ সালে। তবে শুরু হওয়ার প্রায় ৩৮ বছর পরও এই পথে বন্দর থেকে পণ্যবাহী কনটেইনার পরিবহনের পরিমাণ ৩ শতাংশেরও কম। অথচ এটি সবচেয়ে নিরাপদ ও সাশ্রয়ী পরিবহন মাধ্যম হিসেবে বিবেচিত। জানা গেছে, চট্টগ্রাম বন্দর থেকে বেশিরভাগ কনটেইনার সড়কপথে আনা–নেওয়া করা হয়। ৩ থেকে ৪ শতাংশ কনটেইনার আনা–নেওয়া হয় রেল ও নৌপথে। রেলওয়ের এক প্রতিবেদনে জানা গেছে, চট্টগ্রাম বন্দরের মোট কন্টেইনার পরিবহনের মাত্র ২% বর্তমানে রেলপথে হয়, যদিও বন্দর কর্তৃপক্ষ এ হার ২৫%-এ উন্নীত করতে চায়। তবে কমলাপুর অভ্যন্তরীণ কন্টেইনার ডিপোর (আইসিডি) বিদ্যমান সক্ষমতা দিয়ে এটি সম্ভব নয় বলে জানা গেছে।

নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এক সপ্তাহ পর ইরানে আংশিকভাবে ফিরল মোবাইল নেটওয়ার্ক, ইন্টারনেট এখনো বন্ধ

এক সপ্তাহ পর ইরানে আংশিকভাবে ফিরল মোবাইল নেটওয়ার্ক, ইন্টারনেট এখনো বন্ধ