হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় অভিযান চালিয়ে ৫৪ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম মো. মকবুল হোসেন (৩০)। তিনি সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার গাজীনগর গ্রামের মৃত সোনাফর আলীর ছেলে। র্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ বুধবার (২৭ আগস্ট) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মঙ্গলবার রাত ১০টার দিকে র্যাব-৯ সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি বিশেষ দল চুনারুঘাট উপজেলার চাকলাপুঞ্জি পাহাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় মকবুলকে ৫৪ কেজি গাঁজাসহ আটক করা হয়। পরবর্তীতে তাকে চুনারুঘাট থানায় হস্তান্তর করে আইনি প্রক্রিয়া শুরু করা হয়েছে।