জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে "বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং" বিভাগের উদ্যোগে "IoT-Based Smart Liquid Tress for Carbon Footprint Mitigation in Dense Urban Areas of Bangladesh" শীর্ষক বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেন, "এ ধরনের উদ্ভাবন শুধু দেশের জন্য নয়, বরং বৈশ্বিক কার্বন-ডাই-অক্সাইড নির্গমন কমিয়ে জিরো ইমিশন গোল বাস্তবায়ন করতে সাহায্য করবে।"
এছাড়াও এ ধরনের উদ্ভাবনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ইন্ডাস্ট্রি কানেক্ট করতে বিশ্ববিদ্যালয়ে যথাযথ পরিবেশ তৈরি করা হবে বলেও তিনি আশ্বাস দেন।
উপাচার্য আরো বলেন, "স্মার্ট লিকুইড ট্রি প্রযুক্তিটিতে আমাদের প্রত্যাশার চাইতে প্রাপ্তি বেশি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রিসার্চ ইনোভেশন সেন্টারের (আরআইসি-জেইউ) সহযোগিতায় এই প্রযুক্তি এগিয়ে নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় থেকে এ ধরণের প্রযুক্তি উদ্ভাবনে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখা হবে।"
গবেষকদের এ ধরনের প্রযুক্তি সকলের সামর্থ্যের মধ্যে আনার আহ্বান জানান উপাচার্য। ইনডোর ও আউটডোর কার্বন ডাই অক্সাইড দূষণ মোকাবেলায় অভিনব ও বৈপ্লবিক একটি উদ্যোগ সম্পর্কে সংশ্লিষ্ট অংশীজনদের কাছে তুলে ধরার জন্য সোমবার (২৫ আগস্ট) বিকাল চারটায় এ সেমিনার অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ উপস্থিত ছিলেন।
বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সেমিনারে সমাজবিজ্ঞান অনুষদের ডিন (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. শামছুল আলম, আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. মো. সোহেল রানা উপস্থিত ছিলেন।
আরো উপস্থিত ছিলেন, ওয়াজেদ মিয়া বিজ্ঞান গবেষণা কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. মো. মনোয়ার হোসেন, রিসার্চ ইনোভেশন সেন্টার (আরআইসি) এর পরিচালক অধ্যাপক মাসুম শাহরিয়ার, বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. ছালেহ আহাম্মদ খান সহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী এবং গবেষকবৃন্দ।
প্রকল্পটির সহকারী পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ শাহেদুর রহমান এর সঞ্চালনায় আয়োজিত এ অনুষ্ঠানে উদ্ভাবন সম্পর্কে মুল প্রবন্ধ উপস্থাপন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের অধ্যাপক ও প্রকল্প পরিচালক অধ্যাপক ড. গোলাম মঈনুদ্দিন।
আরআইসি-জেইউ এর তত্ত্ববধানে এবং বিশ্ব ব্যাংকের অর্থায়নে গবেষণাটি পরিচালনা করছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের অধ্যাপক ড. গোলাম মঈনুদ্দিন, বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ শাহেদুর রহমান, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. এম জি সরওয়ার হোসেইন এবং ইপিএল সল্যুশন ইউএসএ’র এম শাকিলুর রহমান।