প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস মালয়েশিয়ায় তিন দিনের সরকারি সফর শেষে দেশে ফিরেছেন। বুধবার রাত ৯টা ১০ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি ও তাঁর সফরসঙ্গীরা ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে গত সোমবার কুয়ালালামপুরে পৌঁছান অধ্যাপক ইউনূস। সফরকালে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদার ও পারস্পরিক সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন তিনি।
এছাড়া মালয়েশিয়ার বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তা ও প্রতিনিধিদের সঙ্গে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠকেও অংশ নেন।