কুতুবদিয়া থানার পরিদর্শক মোহাম্মদ আরমান হোসেন জানান, মরদেহের মুখমণ্ডল বিকৃত হয়ে গেছে। পরনে ছিল নেভি-ব্লু প্যান্ট ও এশ রঙের ফুলহাতা গেঞ্জি। তিনি আরও জানান, সম্প্রতি কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া ছাত্র অরিত্রের মরদেহ কিনা তা খোঁজ নেওয়া হচ্ছে। তবে জামাকাপড় মেলেনি। সঠিক পরিচয় জানতে ডিএনএ পরীক্ষা করা হবে।
সুরতহাল শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
স্থানীয় ইউপি সদস্য শফিউল আলম কুতুবী জানান, সকালবেলায় জোয়ারের পানিতে ভেসে আসে মরদেহটি। আনুমানিক বয়স ৩০ থেকে ৩৫ বছর বলে ধারণা করা হচ্ছে।