শনিবার (২ আগস্ট) রাজশাহী নগরীর জাতীয় পেশাগত স্বাস্থ্য নিরাপত্তা বিষয়ক গবেষণা ও প্রশিক্ষণ ইন্সটিটিউটে শ্রম অধিদফতরের কর্মকর্তা, কর্মচারী ও ট্রেড ইউনিয়ন নেতাদের সাথে মতবিনিময় এবং শ্রমিকদের মাঝে চেক হস্তান্তর শেষে এসব কথা বলেন উপদেষ্টা সাখাওয়াত হোসেন।
তিনি জানান, ভালো মালিকরা দেশে থেকে শ্রমিকদের দেখভাল করছেন, ফলে সাত থেকে আট শতাংশ রফতানি বেড়েছে। শ্রমিক আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, শ্রমিকদের দাবি দাওয়ার শেষ নেই, তারা আন্দোলন করতেই পারে। এছাড়া শ্রমিক সংগঠনের নির্বাচন বিষয়ে তিনি আশা প্রকাশ করেন, নির্বাচনের মাধ্যমে ভালো প্রতিনিধি উঠে আসবে।
এর আগে তিনি একই ভবনে একটি গবেষণা কনফারেন্স উদ্বোধন করে বলেন, চা বাগানে শৌচাগার না থাকা খুবই অমানবিক, যা নারী শ্রমিকদের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে।
পরে উপদেষ্টা ৫০ জন শ্রমিকের মাঝে চেক হস্তান্তর করেন।
ডেস্ক রিপোর্ট