কিছু মানুষ শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলে টাকা এদিক-ওদিক করার জন্য: উপদেষ্টা সাখাওয়াত

আপলোড সময় : ০২-০৮-২০২৫ ০৫:০৯:৩৮ অপরাহ্ন , আপডেট সময় : ০২-০৮-২০২৫ ০৫:০৯:৩৮ অপরাহ্ন
নৌপরিবহন মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, কিছু কিছু মানুষ শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলেছেন টাকা পয়সা এদিক-ওদিক করার জন্য। যারা ব্যাংক ঋণ নিয়েছে, দেশ থেকে টাকা পাচার করেছে, শ্রমিকদের প্রাপ্য মজুরি দিতে পারছে না, তারা দেশ থেকে পালিয়ে আছে। এ কারণে কিছু কারখানা বন্ধ হয়ে গেছে। তিনি জোর দিয়ে বলেন, কারখানা বন্ধ হওয়ার জন্য সরকার দায়ী নয়।
 
শনিবার (২ আগস্ট) রাজশাহী নগরীর জাতীয় পেশাগত স্বাস্থ্য নিরাপত্তা বিষয়ক গবেষণা ও প্রশিক্ষণ ইন্সটিটিউটে শ্রম অধিদফতরের কর্মকর্তা, কর্মচারী ও ট্রেড ইউনিয়ন নেতাদের সাথে মতবিনিময় এবং শ্রমিকদের মাঝে চেক হস্তান্তর শেষে এসব কথা বলেন উপদেষ্টা সাখাওয়াত হোসেন।
 
তিনি জানান, ভালো মালিকরা দেশে থেকে শ্রমিকদের দেখভাল করছেন, ফলে সাত থেকে আট শতাংশ রফতানি বেড়েছে। শ্রমিক আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, শ্রমিকদের দাবি দাওয়ার শেষ নেই, তারা আন্দোলন করতেই পারে। এছাড়া শ্রমিক সংগঠনের নির্বাচন বিষয়ে তিনি আশা প্রকাশ করেন, নির্বাচনের মাধ্যমে ভালো প্রতিনিধি উঠে আসবে।
 
এর আগে তিনি একই ভবনে একটি গবেষণা কনফারেন্স উদ্বোধন করে বলেন, চা বাগানে শৌচাগার না থাকা খুবই অমানবিক, যা নারী শ্রমিকদের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে।
 
পরে উপদেষ্টা ৫০ জন শ্রমিকের মাঝে চেক হস্তান্তর করেন।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]