উড়োজাহাজের স্বল্পতার কারণ দেখিয়ে বাংলাদেশ বিমান ঢাকা-বরিশাল রুটে ফ্লাইট পরিচালনা সাময়িকভাবে বন্ধ করেছে। শুক্রবার থেকে এ রুটে বিমান চলাচল বন্ধ রয়েছে। তবে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, দ্রুত সময়ের মধ্যে পুনরায় ফ্লাইট চালু করা হবে।
১৯৯৫ সালে বরিশাল বিমানবন্দর আনুষ্ঠানিক উদ্বোধনের পর থেকে বরিশাল-ঢাকা রুটে ফ্লাইট চলাচল শুরু হয়। পরবর্তীতে নানা কারণে একাধিকবার এই রুটে বিমান চলাচল বন্ধ হয়ে ছিল। পদ্মা সেতু উদ্বোধনের পর যাত্রী সংখ্যা কমে যাওয়ার অজুহাতে ২০২২ সালের সেপ্টেম্বর থেকে ফ্লাইটের সংখ্যা কমিয়ে সপ্তাহে মাত্র তিনদিন চালানো হচ্ছিল। এরপর উড়োজাহাজ সংকটকে ভিত্তি করে এ রুটের ফ্লাইট সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে।
ফ্লাইট পরিচালনায় যুক্ত এক কর্মকর্তা, নাম প্রকাশ না করার শর্তে, জানান, উড়োজাহাজের কম থাকার কারণে বরিশালসহ দুটি রুটে সাময়িকভাবে বিমান চলাচল বন্ধ রাখা হয়েছে। তবে ঢাকা-বরিশাল রুটে ফ্লাইট বন্ধ রাখার চিন্তা নেই। দুটি উপযুক্ত উড়োজাহাজ পাওয়ার সঙ্গে সঙ্গেই এ রুটে বিমান চলাচল আবার শুরু হবে।
সূত্রের তথ্য অনুযায়ী, বাংলাদেশ বিমানের ‘এস-২ একেডি’ নম্বরের বিমান বৃহস্পতিবার বিকেলে ৬০ জন যাত্রী নিয়ে ঢাকা থেকে বরিশাল বিমানবন্দরে অবতরণ করে। সন্ধ্যা সোয়া ৬টায় একই বিমান ৬৫ জন যাত্রী নিয়ে ঢাকায় ফিরে যায়। বর্তমানে এ রুটে কোনো বেসরকারি বিমান যাত্রী পরিবহন করছে না।