লর্ডসে অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফির তৃতীয় টেস্টে নাটকীয় এক ম্যাচে ভারতকে ২২ রানে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজে এগিয়ে গেল ইংল্যান্ড। পঞ্চম দিনে জয়ের জন্য ভারতের দরকার ছিল ১৩৫ রান, ইংল্যান্ডের প্রয়োজন ছিল ৬টি উইকেট। সমতায় থাকা ম্যাচে উত্তেজনা ধরে রাখে শেষ বল পর্যন্ত।
ভারতের প্রথম ইনিংসের ৩৮৭ রানের জবাবে ইংল্যান্ডও করে সমান ৩৮৭ রান। ফলে ম্যাচের ফল নির্ধারণের দায়িত্ব এসে পড়ে দ্বিতীয় ইনিংসে। চতুর্থ দিন শেষে ম্যাচ হেলে ছিল দুই দিকেই। তবে পঞ্চম দিনে লাঞ্চের আগেই ভারতের ৮ উইকেট তুলে নিয়ে নিয়ন্ত্রণ নেয় ইংলিশরা। রান তখন ১১২। মনে হচ্ছিল, জয় শুধু সময়ের অপেক্ষা।
কিন্তু এরপর প্রতিরোধ গড়ে তোলেন রবীন্দ্র জাদেজা ও জসপ্রিত বুমরা। নবম উইকেটে তারা গড়েন ৩৫ রানের জুটি, খেলেন ১৩২ বল। বুমরার বিদায়ের পর সিরাজ ৩০ বল ধরে টিকে থেকে লড়াই চালিয়ে যান। শেষ পর্যন্ত শোয়েব বশিরের বলে সিরাজ বোল্ড হলে ২২ রানের রোমাঞ্চকর জয় নিশ্চিত হয় স্বাগতিকদের।
অসাধারণ ইনিংস খেলেন রবীন্দ্র জাদেজা। ১৮১ বল মোকাবিলা করে ৬১ রানে অপরাজিত থাকেন তিনি। দলকে জেতাতে না পারলেও এই ইনিংস তাঁর ক্যারিয়ারের অন্যতম সেরা বলে ধরা হচ্ছে।
চার বছর পর টেস্টে ফিরে আলো ছড়িয়েছেন জোফরা আর্চার। ম্যাচে ৫ উইকেট নিয়েছেন তিনি—প্রথম ইনিংসে ২টি, দ্বিতীয় ইনিংসে ৩টি। অধিনায়ক বেন স্টোকস দ্বিতীয় ইনিংসে শিকার করেন ৩ উইকেট।
এই জয়ে পাঁচ ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল ইংল্যান্ড।
নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta
লর্ডসে রোমাঞ্চকর জয়, সিরিজে এগিয়ে গেল ইংল্যান্ড
- আপলোড সময় : ১৫-০৭-২০২৫ ০১:২০:২৭ পূর্বাহ্ন
- আপডেট সময় : ১৫-০৭-২০২৫ ০১:২০:২৭ পূর্বাহ্ন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ