ঢাকা , রবিবার, ০৬ জুলাই ২০২৫ , ২২ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হামাসের যোদ্ধার সংখ্যা ফের ৪০ হাজারে পৌঁছেছে সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা পাকিস্তানের সঙ্গে সংঘাতে ভারতের ২৫০ সেনা নিহত! মাতামোড়াল সীমান্ত দিয়ে ভারত থেকে ১০ জনকে পুশইন সরকার ঘোষিত সময়েই নির্বাচন হবে: ধর্ম বিষয়ক উপদেষ্টা মুরাদনগরে তিনজনকে পিটিয়ে হত্যা: জানাজায় অংশ নেয়নি কেউ, মামলা দায়ের বিচার-সংস্কারের পরই নির্বাচন চায় এনসিপি: নাহিদ ইসলাম ১২ দেশের পণ্যে নতুন শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের ঘরে বসে কাস্টমস শুল্ক জমার সুযোগ, এনবিআরের ‘এ চালান’ চালু বিজিবিতে ১৬৬ জন নিয়োগ, আবেদন শেষ ১৩ জুলাই কারা নির্বাচনে অংশ নিতে পারবেন না, জানালেন অ্যাটর্নি জেনারেল সাবেক প্রধান নির্বাচন কমিশনার শামসুল হুদা আর নেই প্রধান শিক্ষকদের যে নির্দেশনা দিলো শিক্ষা বোর্ড বেতন বন্ধ তিন মাস, শিক্ষক-কর্মচারীর দুর্বিষহ জীবনযাপন বাংলাদেশ-শ্রীলঙ্কা অর্থনৈতিক সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ মেটিকুলাস ডিজাইনে সমস্যা কোথায়: উপদেষ্টা মাহফুজ আলম গাজায় হিরোশিমার ছয় গুণ বেশি বোমা নিক্ষেপ করেছে ইসরাইল: জাতিসংঘ দূত তারিক সিদ্দিকের শতকোটি টাকার সম্পদ জব্দ, বিদেশি সম্পদের খোঁজে দুদক ভারতের তাবেদারী নয়, দেশ চালাবে বাংলাদেশপন্থিরা: নাহিদ ইসলাম

আশুরা উপলক্ষে পুরান ঢাকায় বের হয়েছে তাজিয়া মিছিল

  • আপলোড সময় : ০৬-০৭-২০২৫ ১১:৩৭:১৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৭-২০২৫ ১১:৩৭:১৭ পূর্বাহ্ন
আশুরা উপলক্ষে পুরান ঢাকায় বের হয়েছে তাজিয়া মিছিল ছবি: ভিডিও থেকে নেওয়া

আজ ১০ মহররম, পবিত্র আশুরা। ইসলাম ধর্মাবলম্বীদের কাছে দিনটি শোকের। ৬১ হিজরির এই দিনে ফোরাত নদী-তীরবর্তী কারবালার ময়দানে শহীদ হন মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর প্রিয় দৌহিত্র ইমাম হোসেন (রা.)। শোকের দিন পবিত্র আশুরা উপলক্ষে রাজধানীর পুরান ঢাকায় তাজিয়া মিছিল বের করেছেন শিয়া মুসলিমরা। আজ রোববার সকাল ১০টায় হোসাইনী দালান ইমামবাড়া থেকে ১০ মহররমের প্রধান তাজিয়া মিছিল বের হয়েছে।

হোসাইনী দালান ইমামবাড়ার সুপারিনটেনডেন্ট এম.এম. ফিরোজ হোসেন জানান, তাজিয়া মিছিলটি সাজানো হয়েছে সামনে কালো ব্যানার, বেহেস্তা (লাল-সবুজ নিশান), পাঞ্জা আলম মাতম, দুলদুল ঘোড়া, খুনি ঘোড়া ও একটি জারি তাজিয়া দিয়ে।

মিছিলটি হোসাইনী দালান ইমামবাড়া উত্তর গেট থেকে বের হয়ে হোসাইনী দালান রোড, বকশীবাজার লেন, আলিয়া মাদ্রাসা রোড, বকশীবাজার (কলপাড়) মোড়, উমেশ দত্ত রোড, উর্দু রোড মোড়, হরনাথ ঘোষ রোড, লালবাড় চৌরাস্তা মোড়, গোর-এ-শহীদ মাজার মোড়, এতিমখানা মোড়, আজিমপুর চৌরাস্তা মোড়, ইডেন কলেজ, নীলক্ষেত মোড়, মিরপুর রোড, ঢাকা কলেজ, সায়েন্সল্যাব মোড়, ধানমন্ডি আবাসিক এলাকার ২নং রোড, বিজিবি ৪নং গেট, সাত মসজিদ রোড (ঝিগাতলা বাসস্ট্যান্ড) হয়ে দুপুর আড়াইটার দিকে ধানমন্ডি লেকে (অস্থায়ী কারবালা) গিয়ে শেষ হবে।

পবিত্র আশুরা উপলক্ষে পুরান ঢাকার হোসনে দালান থেকে গতকাল শনিবার সন্ধ্যা মূল আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। শনিবার মাগরিবের নামাজের পর থেকে খুতবা পাঠ ও আশুরার তাৎপর্য নিয়ে বয়ান করা হয়েছে। এদিন দিনব্যাপী দোয়া মোনাজাত, মহানবী হযরত মুহাম্মদ (স.) এর দৌহিত্র ইমাম হোসাইন (রা.) গিলাবে (প্রতীকী) সম্মান প্রদর্শন করেন ভক্ত অনুরাগীরা। এছাড়া বিশেষ ফজিলতের আশায় অনেক ধর্মপ্রাণ মুসলমান রোজা পালন করেছেন।

এর আগে, গত শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় প্রথম মিছিল বের হয়। আর শনিবার রাত ২টায় হোসাইনী দালান থেকে দ্বিতীয় মিছিল বের হয়।

এদিকে, রাজধানীর হোসাইনী দালান ইমামবাড়া ছাড়াও বড় কাটরা, মোহাম্মদপুর বিহারী ক্যাম্প, শিয়া মসজিদ, বিবিকা রওজা, মিরপুর পল্লবী বিহারী ক্যাম্পসহ অন্যান্য স্থান যেখানে ধর্মীয় ভাব-গাম্ভীর্যের সাথে পবিত্র আশুরা পালিত হচ্ছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার-5

কমেন্ট বক্স
উত্তাল হয়ে উঠতে পারে সাগর, ৩ নম্বর সতর্ক সংকেত

উত্তাল হয়ে উঠতে পারে সাগর, ৩ নম্বর সতর্ক সংকেত