ইউরোপীয় ইউনিয়ন শনিবার তাদের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে জানিয়েছে, অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে বাংলাদেশের গণতান্ত্রিক পথে অগ্রগতিকে তারা স্বাগত জানায়। ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনকে সামনে রেখে তারা অংশগ্রহণমূলক, অবাধ ও স্বচ্ছ ভোটগ্রহণের ওপর জোর দিয়েছেন।
বিবৃতিতে আরও বলা হয়, “প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণকে আমরা ইতিবাচক হিসেবে দেখি।” ইইউ রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে উল্লেখ করেছে যে, দায়িত্বশীল ও গঠনমূলক আচরণই নির্বাচনকে সফল করবে।
ডেস্ক রিপোর্ট