রোববার (২৯ জুন) উপপরিচালক (প্রশাসন) মোহাম্মদ আরিফুর রহমান মজুমদারের সই করা এক সতর্কবার্তায় জানানো হয়, প্রতারকরা অধিদফতরের কর্মকর্তা-কর্মচারীদের নাম, ছবি ও পরিচয় ব্যবহার করে বিকাশ, রকেট, নগদসহ বিভিন্ন মাধ্যমে অর্থ দাবি করছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, এমপিওভুক্তিকরণ, বিশেষ বরাদ্দ, পদোন্নতি, ডিজির প্রতিনিধি মনোনয়ন, ইনডেক্স সংশোধনসহ বিভিন্ন বিষয়ে সহযোগিতার কথা বলে টাকা দাবি করছে এই চক্র।
অধিদফতর পরিষ্কার জানায়, তাদের সেবা গ্রহণের জন্য কোনো ধরনের অর্থ প্রদানের প্রয়োজন নেই। সব কার্যক্রম নির্ধারিত বিধিবিধান অনুযায়ী পরিচালিত হয় এবং নিয়মিত ওয়েবসাইটে হালনাগাদ করা হয়।
প্রতিষ্ঠান প্রধান ও সংশ্লিষ্টদের উদ্দেশে বলা হয়েছে, এমন কোনো ফোনকল বা বার্তা পেলে সঙ্গে সঙ্গে মাদ্রাসা শিক্ষা অধিদফতরে জানাতে হবে এবং কাউকে কোনো অর্থ না দিতে অনুরোধ করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কেউ যদি অধিদফতরের কর্মকর্তা-কর্মচারীর নাম ব্যবহার করে অনৈতিক যোগাযোগ করে, তাহলে দ্রুত অবহিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ নিশ্চিত করতে হবে।