মাদারীপুরে সরকারি বরহামগঞ্জ কলেজের শিক্ষার্থী রাকিব মাদবরকে (২৫) চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে হত্যার ঘটনায় দুই আসামিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ ও নারায়ণগঞ্জে পৃথক অভিযানে তাদের আটক করা হয়।
র্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মীর মনির হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে শনিবার রাতে এ তথ্য জানানো হয়। গ্রেফতাররা হলেন—শিবচর উপজেলার পূর্ব কাকৈর গ্রামের নুর আফজাল ওরফে রানা সরদার (৩২) এবং কেরানীবাট গ্রামের সিয়াম সরদার (২২)।
নিহত রাকিব শিবচর উপজেলার শিরুয়াইল ইউনিয়নের চরশ্যামাইল গ্রামের বাসিন্দা এবং সরকারি বরহামগঞ্জ কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অনার্স শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি কলেজ শাখা নিষিদ্ধ ছাত্রলীগের সহ-সভাপতির দায়িত্বও পালন করতেন।
প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ১৪ সেপ্টেম্বর রাতে শিবচর পৌর বাজারের ইউসিবি ব্যাংকের এটিএম বুথের সামনে প্রতিপক্ষরা রাকিবকে একা পেয়ে ধারালো চাইনিজ কুড়াল দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলেও ঢাকায় পাঠানোর পথে তার মৃত্যু হয়। ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরদিন নিহতের মা পারুল আক্তার ২২ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে শিবচর থানায় মামলা দায়ের করেন।
র্যাব জানায়, মামলার গুরুত্ব বিবেচনায় বিভিন্ন ইউনিট যৌথভাবে অভিযান চালায়। দক্ষিণ কেরানীগঞ্জ থেকে নুর আফজাল ও রাতে নারায়ণগঞ্জের খানপুর এলাকা থেকে সিয়ামকে গ্রেফতার করা হয়। পরে তাদের শিবচর থানায় হস্তান্তর করা হয়।
উল্লেখ্য, চরশ্যামাইল গ্রামের দুটি পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। গত মে মাসে সংঘর্ষে প্রতিপক্ষের ইবনে সামাদ নিহত হন। সেই মামলায় জেল খেটে সম্প্রতি জামিনে মুক্তি পেয়ে এলাকায় ফেরেন রাকিব। এরপরই এই হত্যাকাণ্ড ঘটে।