আল জাজিরার সূত্র অনুযায়ী, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিও ইসরায়েলের তেল আবিব থেকে কাতারের উদ্দেশ্যে রওনা হওয়ার আগে সাংবাদিকদের এই বিষয়ে অবহিত করেন। তিনি জানান, স্থানীয় সময় সকাল ১০টায় কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি'র সঙ্গে তার বৈঠক অনুষ্ঠিত হবে এবং সেই বৈঠকে এই গুরুত্বপূর্ণ চুক্তিটি চূড়ান্ত করা হবে। এই চুক্তি স্বাক্ষরিত হলে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের কৌশলগত অবস্থান আরও মজবুত হবে।
কাতার-যুক্তরাষ্ট্রের সম্প্রসারিত প্রতিরক্ষা চুক্তি: স্বাক্ষরের পথে
- আপলোড সময় : ১৮-০৯-২০২৫ ০৫:৫৮:২৯ অপরাহ্ন
- আপডেট সময় : ১৮-০৯-২০২৫ ০৫:৫৮:২৯ অপরাহ্ন

যুক্তরাষ্ট্র এবং কাতার একটি সম্প্রসারিত প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি চূড়ান্ত করার দ্বারপ্রান্তে পৌঁছেছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সম্প্রতি এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছেন। চুক্তিটি দুই দেশের সামরিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে।
নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ