ঢাকা , মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫ , ৮ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আইআরজিসির মুখপাত্রের পারমাণবিক প্রতীক বহন ​গাজা যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে আরব নেতাদের বৈঠক ফিলিস্তিনের স্বীকৃতিতে জাপানের পিছু হটা: মার্কিন চাপে নত স্বীকারের অভিযোগ সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্টের যুক্তরাষ্ট্র সফর ফিলিস্তিনের স্বীকৃতি প্রত্যাখ্যান করল ইসরায়েল, বসতি দ্বিগুণ করার ঘোষণা নেতানিয়াহুর ফিলিস্তিনের স্বীকৃতিকে ‘কূটনৈতিক বিপর্যয়’ বলছেন ইসরায়েলি বিরোধী দলীয় নেতা সিডনিতে শায়খ আহমাদুল্লাহ: মানবসভ্যতা টিকিয়ে রাখতে পরিবার ব্যবস্থার বিকল্প নেই ইরানে ফুসফুস ক্যান্সারের স্মার্ট ভ্যাকসিন তৈরি, যুগান্তকারী আবিষ্কারের দাবি বাগরাম বিমান ঘাঁটি নিয়ে ট্রাম্পের দাবি, রাশিয়ার পাল্টা প্রতিক্রিয়া ও তালেবানের কঠোর জবাব ট্রাম্পের H-1B ভিসা ফি নিয়ে হোয়াইট হাউসের নতুন ব্যাখ্যা: ১ লাখ ডলার বার্ষিক নয়, এককালীন যুক্তরাষ্ট্রের খাদ্য নিরাপত্তা জরিপ বন্ধ ঘোষণা: ট্রম্প প্রশাসনের বিতর্কিত সিদ্ধান্ত রুশ তেল আমদানিতে ইইউ’র চাপে হাঙ্গেরি ও স্লোভাকিয়া বাল্টিক অঞ্চলে কমছে মার্কিন সহায়তা, বাড়ছে উত্তেজনা ইউক্রেনে ভাড়াটে যোদ্ধাদের আটকে রাখার অভিযোগ: চাঞ্চল্যকর দাবি মানবাধিকার কর্মীর নরওয়ের ৮৫ বিলিয়ন ক্রোনার সহায়তা নিয়ে সমালোচনা ইউরোপের পদক্ষেপের প্রতিবাদে আইএইএ-এর সঙ্গে সহযোগিতা স্থগিত করল ইরান সিনাইয়ে মিসরের সামরিক উপস্থিতি বৃদ্ধি: শান্তি চুক্তি লঙ্ঘনের অভিযোগ ইসরায়েলের ট্রাম্পের ১৫ বিলিয়ন ডলারের মামলা খারিজ করল আদালত: নিউইয়র্ক টাইমসের জয় ​৬ বিলিয়ন ডলারের সামরিক প্যাকেজ: ইসরায়েলকে নতুন অস্ত্র দেবে যুক্তরাষ্ট্র ইতালিতে ইসরায়েলবিরোধী বিক্ষোভ: রাভেনা বন্দরে অস্ত্রবাহী ট্রাক আটকালেন শ্রমিকরা

আন্দোলনে নিখোঁজ সাব্বির হোসেন মুন্না: ১০ মাস ধরে দিশেহারা পরিবার

  • আপলোড সময় : ২৪-০৬-২০২৫ ০২:৪১:২৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৬-২০২৫ ০২:৪১:২৮ পূর্বাহ্ন
আন্দোলনে নিখোঁজ সাব্বির হোসেন মুন্না: ১০ মাস ধরে দিশেহারা পরিবার আওয়ামী লীগ সরকারের পতনের দাবিতে গত বছরের ৫ আগস্ট ঢাকায় লং মার্চে অংশ নিয়ে নিখোঁজ হন নারায়ণগঞ্জের যুবক সাব্বির হোসেন মুন্না (২৪)।
আওয়ামী লীগ সরকারের পতনের দাবিতে গত বছরের ৫ আগস্ট ঢাকায় লং মার্চে অংশ নিয়ে নিখোঁজ হন নারায়ণগঞ্জের যুবক সাব্বির হোসেন মুন্না (২৪)। সেই থেকে তার পরিবার চরম অনিশ্চয়তা, শোক ও হতাশায় দিন কাটাচ্ছে। সন্তান বেঁচে আছেন না কি শহীদ হয়েছেন—জানেন না তার বাবা-মা ও ছোট বোন। গত দশ মাসে মুন্নার কোনো খোঁজ পাওয়া যায়নি।
 
মুন্না নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর ইউনিয়নের সোনাপুর এলাকার বাসিন্দা। বাবা শফিকুল ইসলামের সঙ্গে একটি গার্মেন্টসে চাকরি করতেন তিনি। পরিবার চালাতে বাবাকে সহায়তা করতেন, আর বোন সুমাইয়ার পড়াশোনার খরচও জোগাতেন। মুন্নার নিখোঁজ হওয়ার পর বন্ধ হয়ে যায় সুমাইয়ার পড়াশোনা। গত দুই ঈদেও ওই পরিবারে ছিল না কোনো আনন্দের ছোঁয়া, রান্না হয়নি নতুন কিছু, কেনা হয়নি নতুন পোশাক।
 
মুন্নার মা মুক্তা বেগম কান্নায় ভেঙে পড়েন ছেলের কথা বলতে গিয়ে। তিনি জানান, মুন্না দেশপ্রেমের তাগিদে আন্দোলনে অংশ নেন। ৫ আগস্ট সকালে মাকে না জানিয়ে কেবল বোনকে বলে গণভবনের দিকে লং মার্চে অংশ নিতে কাঁচপুর থেকে রওনা দেন। এরপর থেকে নিখোঁজ।
 
মুন্নার সহযোদ্ধা হাসান আলী জানান, যাত্রাবাড়ি হানিফ ফ্লাইওভারের কাছে বিকেল ৪টায় মুন্নার সঙ্গে শেষবার দেখা হয়। গুলির মুখেও মুন্না এগিয়ে যান। এরপর তিনি আর ফিরে আসেননি।
 
পরিবার সোনারগাঁ থানায় জিডি করে, আড়াইহাজার সেনাবাহিনী ক্যাম্পেও জানায়। কিন্তু আজও তার কোনো হদিস মেলেনি। মুন্নার বাবা শফিকুল ইসলাম বলেন, “লাশটা অন্তত পেলে দাফন করতে পারতাম, মনটাও সান্ত্বনা পেত।”
 
মুন্নার নাম জেলা প্রশাসনের শহীদ কিংবা আহতদের তালিকায় নেই। পরিবার ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা প্রশ্ন তুলেছেন, মুন্না কি পড়ে আছেন কোনো হিমাগারে, না কি দাফন হয়েছে অজ্ঞাত গণকবরে?
 
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা সদস্য সচিব জাবেদ আলম জানান, সংগঠনটি নিজেরা খোঁজ করেছে, পরিবারকে সহায়তা করছে। তবে এখনও প্রশাসনের পক্ষ থেকে কোনো অগ্রগতি নেই।
 
জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা বলেন, বিষয়টি তাদের জানা ছিল না। তবে এখন গুরুত্ব দিয়ে তদন্তের আশ্বাস দিয়েছেন। তিনি বলেন, “যদি কেউ মিসিং হয়ে থাকে আমরা অবশ্যই তার জন্য পদক্ষেপ নেবো।”

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার-1

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও মায়ের হত্যাকাণ্ড: দ্রুত বিচার দাবিতে কুবি শিক্ষার্থীদের মোমবাতি প্রজ্জ্বলন

কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও মায়ের হত্যাকাণ্ড: দ্রুত বিচার দাবিতে কুবি শিক্ষার্থীদের মোমবাতি প্রজ্জ্বলন