বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) আশ্বাসে ৫৯ ঘণ্টা পর আমরণ অনশন ভেঙেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৯ আগস্ট) রাতে অনশনরতদের সঙ্গে অডিও কলে কথা বলেন ইউজিসির সদস্য ও ছাত্র সংসদ আইন চূড়ান্ত কমিটির প্রধান প্রফেসর তানজিম উদ্দিন খান। তিনি শিক্ষার্থীদের দাবির বিষয় শুনে ২৬ থেকে ৩০ অক্টোবরের মধ্যে যে কোনো একদিন ভোট গ্রহণের সম্ভাব্য তারিখ জানান।
প্রফেসর তানজিম উদ্দিন শিক্ষার্থীদের আশ্বস্ত করে বলেন, আগামী বৃহস্পতিবার (২১ আগস্ট) বৈঠক করে ছাত্র সংসদ আইনটির খসড়া চূড়ান্ত করা হবে। এরপর সেটি বিশ্ববিদ্যালয় আইনে সংযুক্ত করে মহামান্য রাষ্ট্রপতির অনুমোদনের জন্য পাঠানো হবে এবং পরে গেজেট আকারে প্রকাশ করবে সরকার। তিনি জানান, মূল বিলম্বটি হচ্ছে আইনটিকে নির্ভুল করার প্রক্রিয়ায়, যাতে ভবিষ্যতে কোনো সরকার এসে এর ভুল ধরতে না পারে।
এই আশ্বাসে শিক্ষার্থীরা অনশন থেকে সরে আসার ঘোষণা দেন। পরে বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. শওকাত আলী তাদের ডাব খাইয়ে অনশন ভাঙান এবং শিক্ষার্থীরাও প্রতীকীভাবে ভিসিকে ডাব খাওয়ান।
বাংলা বিভাগের শিক্ষার্থী শামসুর রহমান সুমন বলেন, “নির্বাচনের রোডম্যাপ ঘোষণা হয়েছে। এখন আমাদের প্রত্যাশা, ইউজিসি ও বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের প্রতিশ্রুতি পূরণ করবে। আমরা যে আশ্বাসে অনশন ভেঙেছি, তার বাস্তবায়ন চাই।”
প্রসঙ্গত, গত রোববার (১৯ আগস্ট) সকাল ১১টা থেকে বিশ্ববিদ্যালয় আইনে ছাত্র সংসদ অন্তর্ভুক্ত করে নির্বাচন অনুষ্ঠানের দাবিতে আমরণ অনশনে বসেন শিক্ষার্থীরা। এর মধ্যে অন্তত চারজন অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নেন। শিক্ষার্থীরা অভিযোগ করেন, আন্দোলন বানচাল করতে প্রশাসনিক ও রাজনৈতিক নানা চাপ সৃষ্টি করা হয়েছিল। এর আগে গত তিন মাস ধরে তারা নানা কর্মসূচি পালন করে আসছিলেন।
ইউজিসির আশ্বাসে ৫৯ ঘণ্টা পর আমরণ অনশন ভাঙল বেরোবি শিক্ষার্থীরা, অক্টোবরেই সম্ভাব্য নির্বাচন
- আপলোড সময় : ২০-০৮-২০২৫ ০৯:০৯:৫৪ পূর্বাহ্ন
- আপডেট সময় : ২০-০৮-২০২৫ ০২:৩৫:৫৮ অপরাহ্ন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ