ঢাকা , রবিবার, ০৫ অক্টোবর ২০২৫ , ১৯ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উত্তর সিরিয়ায় মানবিজ ফ্রন্টে উত্তেজনা, শক্ত করছে অবস্থান ক্যালিফোর্নিয়ায় শেভরন রিফাইনারিতে বিস্ফোরণ, আগুন নিয়ন্ত্রণে রাশিয়ান হ্যাকারদের নিশানায় ইসরাইলি হাসপাতাল রপ্তানিতে রেকর্ড: প্রতিরক্ষা–মহাকাশ খাতে তুরস্কের উত্থান এশিয়ার শীর্ষ ৪ জায়ান্ট, সবাই টেক কোম্পানি দেশের বিমানবন্দর নিরাপত্তায় আসছে নতুন বাহিনী ‘এজিবি’ ২জি–৩জি বিদায়, বিশ্ব এখন পূর্ণ ৫জি যুগের পথে ভিয়েতনামে টাইফুন বুয়ালয়ের তাণ্ডব, নিহত ৪৯ রাশিয়ার ওপর নতুন চাপের ঘোষণা দিল জি–৭ এআই মডেল প্রভাবিত করতে ৬ মিলিয়ন ডলারের চুক্তি ইসরায়েলের মধ্যপ্রাচ্যে প্রভাব হারাচ্ছে যুক্তরাষ্ট্র গ্লোবাল সুমুদ ফ্লোটিলা দখল, শতাধিক কর্মী আটক ইসরায়েলি হস্তক্ষেপের মধ্যে সুমুদ ফ্লোটিলা চীন পূর্ব উপকূলে ক্ষেপণাস্ত্র শক্তি বৃদ্ধি নেতানিয়াহুর সফরে পাল্টে গেল ট্রাম্পের গাজা পরিকল্পনা সুদানে জুমার নামাজে মসজিদে রকেট হামলা, নিহত ৭৫ তুর্কি হুরজেটের জন্য মার্কিন ইঞ্জিন অনুমোদন মধ্যপ্রাচ্যে মার্কিন যুদ্ধবিমান সমাবেশ, আকাশে ট্যাংকারের ব্যস্ততা নিউইয়র্কে মার্কিন টেক ডেভেলপারদের সঙ্গে নেতানিয়াহুর বৈঠক ইসরায়েলের কাছে আন্তর্জাতিক পানিসীমায় ৫০ দেশের ৫০০ মানুষ আটক

‘ক্ষমতায় যেতে বিদেশি দাসত্বে মরিয়া কেউ কেউ’: শায়খে চরমোনাইয়ের মন্তব্য

  • আপলোড সময় : ০৪-১০-২০২৫ ০৮:৪৪:০০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-১০-২০২৫ ০৮:৪৪:০০ অপরাহ্ন
‘ক্ষমতায় যেতে বিদেশি দাসত্বে মরিয়া কেউ কেউ’: শায়খে চরমোনাইয়ের মন্তব্য ছবি সংগৃহিত

আগামী নির্বাচনে ক্ষমতায় আসার জন্য কিছু রাজনৈতিক শক্তি ভারত ও যুক্তরাষ্ট্রের প্রভাব মেনে নিতে মরিয়া—এমন অভিযোগ তুলেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম (শায়খে চরমোনাই)।
 

শনিবার (৪ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ আয়োজিত ‘স্বাধীনতার পথরেখা – ৪৭, ৭১, ২৪: প্রেক্ষিত আগামীর বাংলাদেশ’ শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
 

ফয়জুল করীম বলেন, ১৯৪৭ সালের দেশভাগ এবং ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের মাধ্যমে ভৌগোলিক মুক্তি এলেও জনগণের প্রকৃত স্বাধীনতা ও কল্যাণ এখনো অর্জিত হয়নি। তার মতে, স্বাধীনতার মূল লক্ষ্য ছিল ইসলামের আদর্শ প্রতিষ্ঠার মাধ্যমে ন্যায়বিচার ও বৈষম্যহীন সমাজ গঠন; কিন্তু ৫৪ বছর পরেও দুর্নীতি, চাঁদাবাজি ও অনিয়মে সাধারণ মানুষ বঞ্চিত।
 

তিনি আরও বলেন, কেবল শাসক দল ও নেতৃত্ব বদলালেই শান্তি আসবে না; নীতি ও আদর্শের পরিবর্তন ছাড়া মানুষের ভাগ্যের পরিবর্তন সম্ভব নয়। একই সঙ্গে তিনি অতীতের মুসলিম লীগ, আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির শাসন নিয়ে হতাশা প্রকাশ করেন।
 

বৈঠকে ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান মুজাহিদের সভাপতিত্বে ও সেক্রেটারি জেনারেল মুফতি মানসুর আহমদ সাকীর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. আবদুল মোমেন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শাহ ইফতেখার তারিক, ব্র্যাকের এইচআর প্র্যাক্টিশনার ফারহান বাশার প্রমুখ।
 

অতিথিরা তাদের বক্তব্যে অভিযোগ করেন, দেশের রাজনৈতিক দলগুলো ক্ষমতায় যেতে বারবার বিদেশি শক্তির তাবেদারি করছে, যা বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য হুমকি। তারা বলেন, জনগণের প্রত্যাশা পূরণে রাজনৈতিক কাঠামোতে মৌলিক সংস্কার প্রয়োজন এবং সুষ্ঠু নির্বাচনের জন্য সমতল মাঠ (level playing field) নিশ্চিত করা জরুরি।
 

সভাপতির বক্তব্যে আতিকুর রহমান মুজাহিদ বলেন, দেশভাগ, মুক্তিযুদ্ধ ও আগামীর বাংলাদেশ—এই তিন পথরেখা স্বাধীনতার স্বপ্ন বহন করছে। তিনি যুব সমাজকে ইসলামের আদর্শে ঐক্যবদ্ধ হয়ে সমৃদ্ধ বাংলাদেশ গঠনের আহ্বান জানান।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাতক্ষীরা সীমান্তে আটক ১৫ বাংলাদেশিকে বিএসএফ থেকে বিজিবির কাছে হস্তান্তর

সাতক্ষীরা সীমান্তে আটক ১৫ বাংলাদেশিকে বিএসএফ থেকে বিজিবির কাছে হস্তান্তর