
আগামী নির্বাচনে ক্ষমতায় আসার জন্য কিছু রাজনৈতিক শক্তি ভারত ও যুক্তরাষ্ট্রের প্রভাব মেনে নিতে মরিয়া—এমন অভিযোগ তুলেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম (শায়খে চরমোনাই)।
শনিবার (৪ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ আয়োজিত ‘স্বাধীনতার পথরেখা – ৪৭, ৭১, ২৪: প্রেক্ষিত আগামীর বাংলাদেশ’ শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
ফয়জুল করীম বলেন, ১৯৪৭ সালের দেশভাগ এবং ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের মাধ্যমে ভৌগোলিক মুক্তি এলেও জনগণের প্রকৃত স্বাধীনতা ও কল্যাণ এখনো অর্জিত হয়নি। তার মতে, স্বাধীনতার মূল লক্ষ্য ছিল ইসলামের আদর্শ প্রতিষ্ঠার মাধ্যমে ন্যায়বিচার ও বৈষম্যহীন সমাজ গঠন; কিন্তু ৫৪ বছর পরেও দুর্নীতি, চাঁদাবাজি ও অনিয়মে সাধারণ মানুষ বঞ্চিত।
তিনি আরও বলেন, কেবল শাসক দল ও নেতৃত্ব বদলালেই শান্তি আসবে না; নীতি ও আদর্শের পরিবর্তন ছাড়া মানুষের ভাগ্যের পরিবর্তন সম্ভব নয়। একই সঙ্গে তিনি অতীতের মুসলিম লীগ, আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির শাসন নিয়ে হতাশা প্রকাশ করেন।
বৈঠকে ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান মুজাহিদের সভাপতিত্বে ও সেক্রেটারি জেনারেল মুফতি মানসুর আহমদ সাকীর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. আবদুল মোমেন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শাহ ইফতেখার তারিক, ব্র্যাকের এইচআর প্র্যাক্টিশনার ফারহান বাশার প্রমুখ।
অতিথিরা তাদের বক্তব্যে অভিযোগ করেন, দেশের রাজনৈতিক দলগুলো ক্ষমতায় যেতে বারবার বিদেশি শক্তির তাবেদারি করছে, যা বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য হুমকি। তারা বলেন, জনগণের প্রত্যাশা পূরণে রাজনৈতিক কাঠামোতে মৌলিক সংস্কার প্রয়োজন এবং সুষ্ঠু নির্বাচনের জন্য সমতল মাঠ (level playing field) নিশ্চিত করা জরুরি।
সভাপতির বক্তব্যে আতিকুর রহমান মুজাহিদ বলেন, দেশভাগ, মুক্তিযুদ্ধ ও আগামীর বাংলাদেশ—এই তিন পথরেখা স্বাধীনতার স্বপ্ন বহন করছে। তিনি যুব সমাজকে ইসলামের আদর্শে ঐক্যবদ্ধ হয়ে সমৃদ্ধ বাংলাদেশ গঠনের আহ্বান জানান।