হাতিরঝিলে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল বেলী বেগমের

রাজধানীর হাতিরঝিলে মোটরসাইকেলের ধাক্কায় বেলী বেগম (৭০) নামে এক নারী নিহত হয়েছেন। শনিবার (১৬ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে বেগুনবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত বেলী বেগম পরিচ্ছন্নতা কর্মীর কাজ করতেন। পাশাপাশি তিনি পানি বিক্রি করতেন।
পুলিশ জানায়, রাস্তা পার হওয়ার সময় একটি মোটরসাইকেল তাঁকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত সাড়ে আটটার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
একই ঘটনায় মোটরসাইকেলের চালক মো. ফয়সাল (১৮) আহত হয়েছেন। তিনি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) আল আমিন সরকার জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ