ঢাকা , মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫ , ৭ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আইআরজিসির মুখপাত্রের পারমাণবিক প্রতীক বহন ​গাজা যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে আরব নেতাদের বৈঠক ফিলিস্তিনের স্বীকৃতিতে জাপানের পিছু হটা: মার্কিন চাপে নত স্বীকারের অভিযোগ সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্টের যুক্তরাষ্ট্র সফর ফিলিস্তিনের স্বীকৃতি প্রত্যাখ্যান করল ইসরায়েল, বসতি দ্বিগুণ করার ঘোষণা নেতানিয়াহুর ফিলিস্তিনের স্বীকৃতিকে ‘কূটনৈতিক বিপর্যয়’ বলছেন ইসরায়েলি বিরোধী দলীয় নেতা সিডনিতে শায়খ আহমাদুল্লাহ: মানবসভ্যতা টিকিয়ে রাখতে পরিবার ব্যবস্থার বিকল্প নেই ইরানে ফুসফুস ক্যান্সারের স্মার্ট ভ্যাকসিন তৈরি, যুগান্তকারী আবিষ্কারের দাবি বাগরাম বিমান ঘাঁটি নিয়ে ট্রাম্পের দাবি, রাশিয়ার পাল্টা প্রতিক্রিয়া ও তালেবানের কঠোর জবাব ট্রাম্পের H-1B ভিসা ফি নিয়ে হোয়াইট হাউসের নতুন ব্যাখ্যা: ১ লাখ ডলার বার্ষিক নয়, এককালীন যুক্তরাষ্ট্রের খাদ্য নিরাপত্তা জরিপ বন্ধ ঘোষণা: ট্রম্প প্রশাসনের বিতর্কিত সিদ্ধান্ত রুশ তেল আমদানিতে ইইউ’র চাপে হাঙ্গেরি ও স্লোভাকিয়া বাল্টিক অঞ্চলে কমছে মার্কিন সহায়তা, বাড়ছে উত্তেজনা ইউক্রেনে ভাড়াটে যোদ্ধাদের আটকে রাখার অভিযোগ: চাঞ্চল্যকর দাবি মানবাধিকার কর্মীর নরওয়ের ৮৫ বিলিয়ন ক্রোনার সহায়তা নিয়ে সমালোচনা ইউরোপের পদক্ষেপের প্রতিবাদে আইএইএ-এর সঙ্গে সহযোগিতা স্থগিত করল ইরান সিনাইয়ে মিসরের সামরিক উপস্থিতি বৃদ্ধি: শান্তি চুক্তি লঙ্ঘনের অভিযোগ ইসরায়েলের ট্রাম্পের ১৫ বিলিয়ন ডলারের মামলা খারিজ করল আদালত: নিউইয়র্ক টাইমসের জয় ​৬ বিলিয়ন ডলারের সামরিক প্যাকেজ: ইসরায়েলকে নতুন অস্ত্র দেবে যুক্তরাষ্ট্র ইতালিতে ইসরায়েলবিরোধী বিক্ষোভ: রাভেনা বন্দরে অস্ত্রবাহী ট্রাক আটকালেন শ্রমিকরা

মাঠে ঘাটে বিক্রি হচ্ছে বিপজ্জনক জ্বালানি পরিবেশদূষণের সঙ্গে আছে নাশকতা দুর্ঘটনার ঝুঁকি

  • আপলোড সময় : ২২-০৬-২০২৫ ০৬:৫৯:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৬-২০২৫ ০৬:৫৯:১৭ অপরাহ্ন
মাঠে ঘাটে বিক্রি হচ্ছে বিপজ্জনক জ্বালানি পরিবেশদূষণের সঙ্গে আছে নাশকতা দুর্ঘটনার ঝুঁকি

রাজধানী ঢাকা ও আশপাশ এলাকায় যত্রতত্র বিক্রি হচ্ছে অকটেন, পেট্রল, ডিজেলের মতো বিপজ্জনক দাহ্য জ্বালানি। পুলিশের নির্দেশনা উপেক্ষা করেই রাস্তার ধারে ছোট ছোট দোকান ও খুচরা মোটর পার্টসের দোকানে এসব জ্বালানি বিক্রি হচ্ছে; যার বেশির ভাগই ভেজাল। এ জ্বালানি ব্যবহারে যানবাহনের ক্ষতি হওয়ার আশঙ্কা বেশি। আর খোলা অবস্থায় বিক্রি হওয়ায় নাশকতার কাজেও তা ব্যবহারের শঙ্কা রয়েছে। আছে ভয়াবহ দুর্ঘটনার ঝুঁকিও। সংশ্লিষ্টরা জানিয়েছেন, তেলের ডিপোকেন্দ্রিক যে ব্যবসায়ীরা আছেন তাঁদের মাধ্যমেই অবৈধভাবে খোলাবাজারে তেল চলে যাচ্ছে।

পেট্রোলিয়াম-সংক্রান্ত আইন অনুসারে, জ্বালানি তেল-পেট্রল-ডিজেলের ব্যবসার জন্য বিস্ফোরক পরিদপ্তরের অনুমতি নেওয়া বাধ্যতামূলক। শুধু ঢাকায় ৪০ এবং পুরো ঢাকা বিভাগে আছে ১৫০টির মতো পেট্রলপাম্প স্টেশন; যেগুলো বৈধ উপায়ে তেল বিক্রি করছে। অথচ নিয়মনীতির তোয়াক্কা না করেই ঢাকা ও আশপাশ এলাকায় সড়কের ওপরে বিভিন্ন দোকানে প্লাস্টিকের বোতলে পেট্রল-অকটেন বিক্রি হচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন, নিম্নমানের এসব ভেজাল তেল ব্যবহার করায় গাড়ির ইঞ্জিনের ক্ষতি হচ্ছে, এর কালো ধোঁয়ায় পরিবেশের ক্ষতি হয়। ভেজাল এ তেলে যাত্রীদের চোখ জ্বলে।

সরেজমিনে ঢাকার মোহাম্মদপুর, মিরপুর, মিরপুর-১, মিরপুর ১১, ধোলাইখাল, গাবতলী এবং ঢাকার পাশে গাজীপুর, টঙ্গী, কেরানীগঞ্জে প্রধান সড়কের ওপর মোটর পার্টসের দোকানসহ ছোটখাটো মুদি দোকানে দেদার এসব দাহ্য পদার্থ বিক্রি করতে দেখা যায়। বিক্রেতারা অবৈধভাবে তেল সংগ্রহ করে বিক্রি করছেন। আগে লুকিয়ে এসব বিক্রি করলেও এখন প্রশাসনের নজরদারি না থাকায় কোনো রাখঢাক ছাড়াই খোলা জায়গায় পেট্রল-অকটেন বিক্রি হচ্ছে। মূলত মোটরসাইকেল, প্রাইভেট কার, বাসচালকরা এসব জ্বালানি বেশি কেনেন।

এসব অবৈধ দোকানের মালিকরা স্বীকার করেন, সরকারি যানবাহনের একশ্রেণির অসাধু চালক তাঁদের কাছে অবৈধভাবে নিয়মিত তেল সরবরাহ করেন। এ ছাড়া বিভিন্ন প্রাইভেট কারের অসাধু চালকরাও চুরি করে এসব দোকানে তেল বিক্রি করেন। এ ক্ষেত্রে চালকরা পেট্রলপাম্পের চেয়ে ১০ থেকে ২০ টাকা কমে তা বিক্রি করে দেন। তালিকায় আরও আছেন বিভিন্ন পেট্রোলিয়াম-জাতীয় গাড়ির চালকরা। তাঁরাও গোপনে তেল বিক্রি করেন বলে অভিযোগ পাওয়া যায়। বিভিন্ন পেট্রলপাম্প থেকে সংগৃহীত এবং চোরাই পথে আসা গ্যাস কনডেনসেট বা তলানিসহ অন্য নিম্নমানের পদার্থ মিশিয়ে ভেজাল এ তেল বিক্রি করা হয়। পেট্রলপাম্প মালিকরা জানান, এখন ছোট ডিসপেনসার দিয়ে ব্যারেলের মধ্য থেকে তেল বিক্রি হচ্ছে। এটি পুরোটাই অবৈধ। তাঁরা জেলা প্রশাসক-পুলিশকে বলে অনেকবার এ অবৈধ কাজ বন্ধের চেষ্টা করেন। বাংলাদেশ পেট্রলপাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সৈয়দ সাজ্জাদুল করিম কাবুল বলেন, ‘এ ধরনের দাহ্য পদার্থ খোলাবাজারে বিক্রি করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। লন্ড্রির দোকান, মুদি দোকান, গ্রামগঞ্জ-হাটবাজার যেখানে খুশি বিক্রি হচ্ছে। এগুলো বন্ধ করতে হলে পুলিশের র‌্যাপিড কম্বিং অপারেশন প্রয়োজন। এ ধরনের তেলে ভেজাল থাকার শঙ্কা শতভাগ। এরা কোনো ক্যাশমেমো দেয় না, এদের কোনো পরিচয়ও নেই। এ তেলের মান পরীক্ষা করার কোনো বিষয় নেই। এতে গাড়ির ইঞ্জিনের ক্ষতি হয় এবং পরিবেশদূষণও বাড়ে। এতে যে কোনো সময় দুর্ঘটনার ঝুঁকিও আছে।’


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কুয়েটে সংঘর্ষ ও শিক্ষক লাঞ্ছনা ঘটনায় পাঁচ শিক্ষার্থী বহিষ্কার, সতর্ক ৩২

কুয়েটে সংঘর্ষ ও শিক্ষক লাঞ্ছনা ঘটনায় পাঁচ শিক্ষার্থী বহিষ্কার, সতর্ক ৩২