জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা/২৫-এর অংশ হিসেবে গাজীপুর জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হয় এই সম্মেলন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নাফিসা আরেফিন, জেলা পুলিশের পুলিশ সুপার ড. চৌধুরী এম যাবের সাদেক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা খাতুন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোতাস্ছেম বিল্লাহ, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আহাম্মদ হোসেন ভূঁইয়া এবং জেলার বিভিন্ন উপজেলা নির্বাহী অফিসারসহ সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এ সময় বক্তৃতা দেন শহীদ পরিবারের সদস্যরা, যুদ্ধাহত শিক্ষার্থী এবং অতিথিরা। পরে জেলা প্রশাসনের পক্ষ থেকে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের শুভেচ্ছা উপহার ও মধ্যাহ্নভোজ প্রদান করা হয়।