ঢাকা , মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫ , ১ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দ্য গার্ডিয়ান: ইসরায়েলই এখন পশ্চিম এশিয়ার প্রধান হুমকি ইয়েমেনি বাহিনী তেল আবিব লক্ষ্য করে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ সুদানের আরএসএফ পেল ইউএই থেকে দূরপাল্লার ড্রোন মিসর ইসরায়েলের হামলার ষড়যন্ত্র ঠেকাল! লিথুয়ানিয়ায় ন্যাটোর বৃহৎ সামরিক মহড়া শুরু সামরিক শক্তি বাড়ানোর ঘোষণা দিলেন কিম জং উন প্রথমবার তাইওয়ান প্রণালীতে চীনের ‘ফুজিয়ান’ বিমানবাহী রণতরী পশ্চিম তীরে দখল প্রক্রিয়া নিয়ে ইসরায়েলে মার্কো রুবিও গুগলের এআই এখন বানাবে Shorts ভিডিও চীনের সহায়তা বন্ধ হলে ইউক্রেন যুদ্ধ থেমে যাবে: মার্কিন দূত সিরিয়ার প্রেসিডেন্টের দাবি: আসাদের পতনে হতবাক হয়েছিল ইসরায়েল লেবাননে স্টারলিঙ্ক: বদলে যেতে পারে ইন্টারনেটের ভবিষ্যৎ আসামে ভূমিকম্প, বাংলাদেশেও কম্পন অনুভূত হাসিনা আমলে পাচার ২৩৪ বিলিয়ন ডলার: ফিনান্সিয়াল টাইমস প্রামাণ্যচিত্রে বিস্ময়কর দাবি কেন সুশীলা কার্কিকে নেপালের প্রধানমন্ত্রী করলো নেপালের জেনজি? ইথিওপিয়া উদ্বোধন করল ‘গ্র্যান্ড রেনেসাঁ বাঁধ’, মিশর-সুদানের উদ্বেগ তীব্র ভারতের প্রধামন্ত্রী মোদি মণিপুরে যাওয়ার আগেই তার অভ্যর্থনার তোরণ ভাঙচুর ইসরায়েলের ভেঞ্চার ক্যাপিটাল: ইতিহাসের অন্যতম মন্দার মুখে বুরকিনা ফাসোতে আফ্রিকার সব দেশের নাগরিকদের জন্য ভিসা ফ্রি আফ্রিকায় অর্থনৈতিক ক্ষতি: বছরে ৮৮ বিলিয়ন ডলার হারাচ্ছে মহাদেশ

সেন্ট মার্টিনে জোয়ারি ভাঙনে ঘূর্ণিঝড়ের মতো বিধ্বংসী প্লাবন

  • আপলোড সময় : ০১-০৮-২০২৫ ১০:৪৩:১০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৮-২০২৫ ১০:৪৪:১১ অপরাহ্ন
সেন্ট মার্টিনে জোয়ারি ভাঙনে ঘূর্ণিঝড়ের মতো বিধ্বংসী প্লাবন প্রবাল সমৃদ্ধ দ্বীপ সেন্ট মার্টিনের বিভিন্ন অংশ উত্তাল সাগরের ঢেউয়ের আঘাতে লন্ডভন্ড হয়ে গেছে।ছবি সংগৃহীত
নিম্নচাপের প্রভাবে গতকাল রোববার থেকে উত্তাল সাগরের ঢেউয়ের আঘাতে লন্ডভন্ড হয়ে গেছে প্রবাল সমৃদ্ধ দ্বীপ সেন্ট মার্টিনের বিভিন্ন অংশ। জোয়ারের আঘাতে সেখানকার সমুদ্র তীরবর্তী ১১টি হোটেল রিসোর্টের ব্যাপক ক্ষতি হয়েছে।

জনপ্রতিনিধি ও স্থানীয় বাসিন্দারা জানান, দু’দিনে বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে বড় বড় ঢেউ যেন তাণ্ডব চালিয়েছে। পাকা স্থাপনাসহ ১১টি হোটেল ক্ষতিগ্রস্ত হয়েছে। উপড়ে পড়েছে বহু গাছপালা। ক্ষতির শিকার হোটেলগুলো হলো-হোটেল অবকাশ, নোনাজল বিচ রিসোর্ট, আটলান্টিক রিসোর্ট, বিচ ক্যাম্প রিসোর্ট, নিল হাওয়া বিচ রিসোর্ট, শান্তিনিকেতন বিচ রিসোর্ট, মেরিন বিচ রিসোর্ট, পাখি বাবা রিসোর্ট, সি-ভিউ রিসোর্ট, ড্রিমার্স প্যারাডাইস রিসোর্ট, সানডে বিচ রিসোর্ট। সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়েজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে ১-৩ ফুট বেশি উচ্চতায় প্রবাহিত হওয়ায় দ্বীপের বিভিন্ন অংশের গাছপালা ভেঙে পড়েছে।
লোকালয়ে জোয়ারের লবণাক্ত পানি প্রবেশ করে শতাধিক ঘরবাড়ি প্লাবিত হয়েছে। এমন ভয়াবহতা এর আগে দেখেনি দ্বীপবাসী। ঢেউয়ের আঘাতে ১১টির মতো হোটেল ক্ষতিগ্রস্ত হয়েছে। সেন্ট মার্টিনের উত্তরপাড়ার বাসিন্দা আব্দুল আজিজ বলেন, বিচ সংলগ্ন অধিকাংশ হোটেল জোয়ারের পানিতে তলিয়ে গেছে। পানি নেমে যাওয়ার পর ক্ষয়ক্ষতি ভেসে উঠছে। আরেক বাসিন্দা আব্দুর রশিদ বলেন, গত দুই দিনের জোয়ারের পানিতে লন্ডভন্ড হয়ে গেছে সেন্ট মার্টিনের চারপাশ। সুতরাং সেন্ট মার্টিনকে বাঁচাতে হলে টেকসই বেড়িবাঁধের কোনো বিকল্প নেনই।

তবে পরিবেশ বিদরা বলছেন ভিন্ন কথা। কক্সবাজার ইয়ুথ এনভায়রনমেন্ট সোসাইটির (ইয়েস) চেয়ারম্যান এ্যাড. মুজিবুল হক বলেন, জোয়ারের পানির আঘাতে যে হোটেলগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে সে হোটেলগুলো মূলত সরকারি অনুমোদন ছাড়া নির্মাণ করা হয়েছে। এছাড়াও কয়েকটা হোটেলের বিরুদ্ধে বালিয়াড়ি দখলেরও অভিযোগ উঠেছে। মূলত প্রকৃতি সঠিক সঠিক বিচার করছে। টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান বলেন, সেন্ট মার্টিনে জোয়ারের পানির আঘাতে বেশ কয়েকটি হোটেল ক্ষতিগ্রস্ত হয়েছে শুনেছি। বিষয়টি আমরা দেখছি, আরও খোঁজ-খবর নিচ্ছি।

নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দোহায় ইসরাইলি ক্ষেপণাস্ত্র হামলায় বাড়ছে মধ্যপ্রাচ্যের অস্থিরতা

দোহায় ইসরাইলি ক্ষেপণাস্ত্র হামলায় বাড়ছে মধ্যপ্রাচ্যের অস্থিরতা