ঢাকা , সোমবার, ১৩ অক্টোবর ২০২৫ , ২৮ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উত্তর-পশ্চিম গাজায় ধ্বংসযজ্ঞ পরিদর্শনে সিটি মেয়র যুক্তরাষ্ট্রে সরকারি অচলাবস্থায় ৪ হাজারের বেশি কর্মী ছাঁটাই বেলজিয়ান F-16 ইউক্রেনে পাঠাচ্ছে, আকাশ প্রতিরক্ষা শক্তিশালী হবে দেইর ইজ-জোরের তেলক্ষেত্র সিরিয়ার হাতে ফিরছে, SDF স্থানীয় বাজারে অংশ রাখবে ভেনিজুয়েলার উপকূলে যুক্তরাষ্ট্রের ৩০ বছরের সর্ববৃহৎ সামরিক উপস্থিতি মাউন্টেন হোমে কাতারের ১০ বছরের বিমান ঘাঁটি স্থাপন তুরস্ক–সিরিয়া নিরাপত্তা বৈঠক আঙ্কারায় আড়ালে ইসরায়েলের সঙ্গে মিলিত আরব দেশগুলো, গোপনে হামাস-বিরোধী মহড়া মিশরে দুর্ঘটনায় কাতারের চার কূটনীতিক নিহত হুথিরা লোহিত সাগরে হামলা স্থগিত করেছে—গাজার যুদ্ধবিরতির প্রতি সংহতি মিশরে সড়ক দুর্ঘটনায় কাতারি কর্মকর্তাদের মৃত্যু, কূটনীতিক নন ট্রাম্পের ১০০% চীনা শুল্কের ঘোষণা, বৈশ্বিক ক্রিপ্টো ও স্টক মার্কেটে ধস উত্তর কোরিয়ার সর্বাধুনিক Hwasong-20 পারমাণবিক ICBM উন্মোচন আলজেরিয়ার ইতিহাসে সর্বোচ্চ প্রতিরক্ষা বাজেট: ২৫ বিলিয়ন ডলার গাজা যুদ্ধবিরতি: তুরস্ক বলছে—উসকানি নয়, প্রক্রিয়া চালিয়ে যেতে হবে মাদুরোর তেল-সোনা প্রস্তাব ফিরিয়ে দিল ট্রাম্প, জাতিসংঘে জরুরি বৈঠকের আহ্বান ফ্রান্সে পদত্যাগের চারদিনের মধ্যে আবারও লেকোর্নু প্রধানমন্ত্রীর পদে টেনেসিতে বিস্ফোরক কারখানায় বিধ্বংসী বিস্ফোরণ, ১৯ নিখোঁজ ট্রাম্পের ঘোষণা: চীনের সব পণ্যের ওপর অতিরিক্ত ১০০% শুল্ক ভেনেজুয়েলা জাতিসংঘে যুক্তরাষ্ট্রকে নিয়ে জরুরি বৈঠক চায়

ফিলিস্তিনি আলোচিত সাংবাদিক সালেহ আল জাফারাওয়ি নিহত

  • আপলোড সময় : ১৩-১০-২০২৫ ০৩:৫৬:২৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-১০-২০২৫ ০৩:৫৬:২৫ পূর্বাহ্ন
ফিলিস্তিনি আলোচিত সাংবাদিক সালেহ আল জাফারাওয়ি নিহত

গাজা সিটিতে বন্দুকধারীদের গুলিতে নিহত হয়েছেন ফিলিস্তিনি সাংবাদিক সালেহ আলজাফারাওয়ি। ঘটনাটি ঘটেছে আল-সাবরা এলাকায়, যেখানে ফিলিস্তিনি নিরাপত্তা বাহিনী ও সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে তীব্র সংঘর্ষ চলছিল। আলজাফারাওয়ি ঘটনাস্থলে সংবাদ সংগ্রহে ছিলেন বলে সহকর্মীরা জানান।
 

সংবাদকর্মী ও প্রত্যক্ষদর্শীদের ধারণ করা ভিডিও ফুটেজে দেখা যায়, একটি ট্রাকের পেছনে পড়ে আছেন আলজাফারাওয়ি—তার পরনে স্পষ্টভাবে ‘প্রেস’ লেখা জ্যাকেট। আল জাজিরার যাচাইকরণ সংস্থা সানাদ ভিডিওটির সত্যতা নিশ্চিত করেছে, যা আন্তর্জাতিকভাবে গভীর উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে।
 

মাত্র ২৮ বছর বয়সী এই তরুণ সাংবাদিক চলমান যুদ্ধে উত্তর গাজা থেকে বাস্তুচ্যুত হন এবং প্রতিনিয়ত ঝুঁকি সত্ত্বেও গাজার পরিস্থিতি বিশ্বজুড়ে তুলে ধরছিলেন। নিজের প্রতিবেদনে ও সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি একাধিকবার জানিয়েছিলেন, ইসরাইলি বাহিনীর পক্ষ থেকে বারবার হুমকি পেয়েছিলেন।
 

২০২৩ সালের অক্টোবরে ইসরাইল-হামাস যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত গাজায় ২৭০ জনের বেশি সাংবাদিক ও গণমাধ্যমকর্মী প্রাণ হারিয়েছেন। সাংবাদিকদের জন্য এটি আধুনিক ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী সংঘাত হিসেবে চিহ্নিত হচ্ছে।
 

এর আগে ১০ আগস্ট গাজা সিটিতেই ইসরাইলি বিমান হামলায় নিহত হন আল-জাজিরার সাংবাদিক আনাস আল-শরীফ ও তার চার সহকর্মী। ওই সময় তারা সাংবাদিকদের থাকার জন্য নির্মিত একটি তাঁবুতে অবস্থান করছিলেন। আল-শিফা হাসপাতালের প্রধান ফটকের বাইরে ঘটে যাওয়া ওই হামলায় মোট সাতজন প্রাণ হারান, যাদের মধ্যে ছিলেন আল-জাজিরার সংবাদদাতা মোহাম্মদ কুরেইকেহ, ক্যামেরা অপারেটর ইব্রাহিম জাহের, মোহাম্মদ নওফাল এবং মোয়ামেন আলিওয়া।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রথমবারের মতো বাংলাদেশে আসছেন ড. জাকির নায়েক, ঢাকায় ‘মেগা লেকচার ইভেন্ট

প্রথমবারের মতো বাংলাদেশে আসছেন ড. জাকির নায়েক, ঢাকায় ‘মেগা লেকচার ইভেন্ট