যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার পর গাজার রাস্তাঘাটে আবারও ফিরছে শৃঙ্খলা ও নিরাপত্তা। দখলদার বাহিনী আংশিকভাবে প্রত্যাহার শুরু করার পর থেকেই গাজা শহরের বিভিন্ন মাঠ, রাস্তা ও গুরুত্বপূর্ণ এলাকায় ফিলিস্তিনি পুলিশ ও অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে।
স্থানীয় সূত্র জানিয়েছে, গাজাবাসীর জীবনযাত্রা স্বাভাবিক রাখতে এবং নিরাপত্তা নিশ্চিত করতে এই বাহিনীর সদস্যরা ২৪ ঘণ্টা দায়িত্বে নিয়োজিত রয়েছেন। তারা জনগণের পাশে থেকে শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখার প্রতিশ্রুতি দিয়েছেন।
এ মোতায়েনকে অনেকেই যুদ্ধবিধ্বস্ত গাজায় স্থিতিশীলতার প্রথম ধাপ হিসেবে দেখছেন।
নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২