
গাজা সিটিতে বন্দুকধারীদের গুলিতে নিহত হয়েছেন ফিলিস্তিনি সাংবাদিক সালেহ আলজাফারাওয়ি। ঘটনাটি ঘটেছে আল-সাবরা এলাকায়, যেখানে ফিলিস্তিনি নিরাপত্তা বাহিনী ও সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে তীব্র সংঘর্ষ চলছিল। আলজাফারাওয়ি ঘটনাস্থলে সংবাদ সংগ্রহে ছিলেন বলে সহকর্মীরা জানান।
সংবাদকর্মী ও প্রত্যক্ষদর্শীদের ধারণ করা ভিডিও ফুটেজে দেখা যায়, একটি ট্রাকের পেছনে পড়ে আছেন আলজাফারাওয়ি—তার পরনে স্পষ্টভাবে ‘প্রেস’ লেখা জ্যাকেট। আল জাজিরার যাচাইকরণ সংস্থা সানাদ ভিডিওটির সত্যতা নিশ্চিত করেছে, যা আন্তর্জাতিকভাবে গভীর উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে।
মাত্র ২৮ বছর বয়সী এই তরুণ সাংবাদিক চলমান যুদ্ধে উত্তর গাজা থেকে বাস্তুচ্যুত হন এবং প্রতিনিয়ত ঝুঁকি সত্ত্বেও গাজার পরিস্থিতি বিশ্বজুড়ে তুলে ধরছিলেন। নিজের প্রতিবেদনে ও সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি একাধিকবার জানিয়েছিলেন, ইসরাইলি বাহিনীর পক্ষ থেকে বারবার হুমকি পেয়েছিলেন।
২০২৩ সালের অক্টোবরে ইসরাইল-হামাস যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত গাজায় ২৭০ জনের বেশি সাংবাদিক ও গণমাধ্যমকর্মী প্রাণ হারিয়েছেন। সাংবাদিকদের জন্য এটি আধুনিক ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী সংঘাত হিসেবে চিহ্নিত হচ্ছে।
এর আগে ১০ আগস্ট গাজা সিটিতেই ইসরাইলি বিমান হামলায় নিহত হন আল-জাজিরার সাংবাদিক আনাস আল-শরীফ ও তার চার সহকর্মী। ওই সময় তারা সাংবাদিকদের থাকার জন্য নির্মিত একটি তাঁবুতে অবস্থান করছিলেন। আল-শিফা হাসপাতালের প্রধান ফটকের বাইরে ঘটে যাওয়া ওই হামলায় মোট সাতজন প্রাণ হারান, যাদের মধ্যে ছিলেন আল-জাজিরার সংবাদদাতা মোহাম্মদ কুরেইকেহ, ক্যামেরা অপারেটর ইব্রাহিম জাহের, মোহাম্মদ নওফাল এবং মোয়ামেন আলিওয়া।