ঢাকা , রবিবার, ০৫ অক্টোবর ২০২৫ , ২০ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উত্তর সিরিয়ায় মানবিজ ফ্রন্টে উত্তেজনা, শক্ত করছে অবস্থান ক্যালিফোর্নিয়ায় শেভরন রিফাইনারিতে বিস্ফোরণ, আগুন নিয়ন্ত্রণে রাশিয়ান হ্যাকারদের নিশানায় ইসরাইলি হাসপাতাল রপ্তানিতে রেকর্ড: প্রতিরক্ষা–মহাকাশ খাতে তুরস্কের উত্থান এশিয়ার শীর্ষ ৪ জায়ান্ট, সবাই টেক কোম্পানি দেশের বিমানবন্দর নিরাপত্তায় আসছে নতুন বাহিনী ‘এজিবি’ ২জি–৩জি বিদায়, বিশ্ব এখন পূর্ণ ৫জি যুগের পথে ভিয়েতনামে টাইফুন বুয়ালয়ের তাণ্ডব, নিহত ৪৯ রাশিয়ার ওপর নতুন চাপের ঘোষণা দিল জি–৭ এআই মডেল প্রভাবিত করতে ৬ মিলিয়ন ডলারের চুক্তি ইসরায়েলের মধ্যপ্রাচ্যে প্রভাব হারাচ্ছে যুক্তরাষ্ট্র গ্লোবাল সুমুদ ফ্লোটিলা দখল, শতাধিক কর্মী আটক ইসরায়েলি হস্তক্ষেপের মধ্যে সুমুদ ফ্লোটিলা চীন পূর্ব উপকূলে ক্ষেপণাস্ত্র শক্তি বৃদ্ধি নেতানিয়াহুর সফরে পাল্টে গেল ট্রাম্পের গাজা পরিকল্পনা সুদানে জুমার নামাজে মসজিদে রকেট হামলা, নিহত ৭৫ তুর্কি হুরজেটের জন্য মার্কিন ইঞ্জিন অনুমোদন মধ্যপ্রাচ্যে মার্কিন যুদ্ধবিমান সমাবেশ, আকাশে ট্যাংকারের ব্যস্ততা নিউইয়র্কে মার্কিন টেক ডেভেলপারদের সঙ্গে নেতানিয়াহুর বৈঠক ইসরায়েলের কাছে আন্তর্জাতিক পানিসীমায় ৫০ দেশের ৫০০ মানুষ আটক

আফ্রিকায় প্রভাব বাড়াতে নতুন কূটনৈতিক কৌশল নিচ্ছে ইসরায়েল

  • আপলোড সময় : ০৫-১০-২০২৫ ১০:০৬:৩৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৫-১০-২০২৫ ১০:০৬:৩৩ পূর্বাহ্ন
আফ্রিকায় প্রভাব বাড়াতে নতুন কূটনৈতিক কৌশল নিচ্ছে ইসরায়েল ছবি সংগৃহিত

জাম্বিয়ায় ৫২ বছর পর দূতাবাস উদ্বোধনের সময় ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডন সার ঘোষণা দেন, “জাম্বিয়ায় ফিরছে ইসরায়েল, আফ্রিকায় ফিরছে ইসরায়েল।” বিশ্লেষকদের মতে, দক্ষিণ আফ্রিকার মতো দেশ যেখানে গাজার ঘটনায় আন্তর্জাতিক বিচার আদালতে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ তুলেছে, সেখানে জাম্বিয়া বা দক্ষিণ সুদানের মতো দেশকে পাশে টানতে চাইছে তেলআবিব।
 

ইসরায়েলের কূটনীতিকদের সাম্প্রতিক সফরে নাইজেরিয়া ও দক্ষিণ সুদানের পাশাপাশি সোমালিল্যান্ডের নামও এসেছে। সেখানে গাজা থেকে ফিলিস্তিনিদের স্থানান্তরের পরিকল্পনার আভাস পাওয়া গেছে, যা আন্তর্জাতিক আইনে যুদ্ধাপরাধ হিসেবে বিবেচিত হতে পারে। তবে সোমালিল্যান্ডের জনগণ এ প্রস্তাব প্রত্যাখ্যান করেছে।
 

ইতিহাস ঘেঁটে দেখা যায়, ১৯৫০-৬০-এর দশকে নবস্বাধীন আফ্রিকান দেশগুলোর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেছিল ইসরায়েল। কিন্তু ১৯৭৩ সালের আরব-ইসরায়েল যুদ্ধে সেই সম্পর্ক প্রায় ভেঙে পড়ে। পরবর্তীতে সীমিত পরিসরে কিছু দূতাবাস পুনরায় খোলা হলেও আফ্রিকায় প্রভাব ধরে রাখতে ব্যর্থ হয় দেশটি। বর্তমানে ইথিওপিয়া, উগান্ডা, কেনিয়া, দক্ষিণ সুদান ও জাম্বিয়ার সঙ্গে সম্পর্ক জোরদারে সক্রিয় হয়েছে ইসরায়েল।
 

অর্থনৈতিক সহযোগিতা ও সামরিক প্রযুক্তি বিক্রির মাধ্যমে আফ্রিকায় নিজেদের অবস্থান শক্ত করছে ইসরায়েল। ‘মাশাভ’-এর সহায়তায় ২০০৯ থেকে ২০২১ সালের মধ্যে প্রায় ৪৫ মিলিয়ন ডলার সহায়তা পাঠানো হয়েছে আফ্রিকার কয়েকটি দেশে। একই সময়ে ক্যামেরুন, নাইজেরিয়া ও রুয়ান্ডার মতো দেশগুলো ইসরায়েলি অস্ত্র কিনে আসছে।
 

বিশ্লেষকরা মনে করেন, ইসরায়েল আফ্রিকার আর্থিক সংকট ও রাজনৈতিক অস্থিরতাকে কাজে লাগিয়ে নতুন কূটনৈতিক ক্ষেত্র তৈরি করছে। জাম্বিয়ার মতো ঋণখেলাপি দেশ বিনিয়োগের খোঁজে মরিয়া হয়ে উঠেছে, আর এই সুযোগকে কৌশলগত জয় হিসেবে দেখছে তেলআবিব।
 

তবে সমালোচকদের মতে, আফ্রিকার সাধারণ মানুষের মধ্যে ফিলিস্তিনের প্রতি সমর্থন ক্রমশ বাড়ছে। তাই সরকারিভাবে সমর্থন পেলেও দীর্ঘমেয়াদে জনগণের প্রতিরোধই ইসরায়েলের প্রচেষ্টা ব্যর্থ করতে পারে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
খাগড়াছড়িতে স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি: পৌর এলাকা ও দুই উপজেলায় ১৪৪ ধারা প্রত্যাহার

খাগড়াছড়িতে স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি: পৌর এলাকা ও দুই উপজেলায় ১৪৪ ধারা প্রত্যাহার