সোমবার তুরস্কের সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড-এর এক প্রতিবেদনে জানানো হয়, এই মহড়া কেবল সামরিক সহযোগিতা নয়, বরং আঞ্চলিক ভারসাম্যে একটি নতুন অধ্যায়ের সূচনা করছে। ২০১৩ সালে মিশরে সামরিক অভ্যুত্থানের পর দুই দেশের মধ্যে সম্পর্কের অবনতি ঘটেছিল। এরপর থেকে কূটনৈতিক এবং সামরিক সম্পর্ক প্রায় বিচ্ছিন্ন ছিল। এই যৌথ মহড়ার মধ্য দিয়ে দুই দেশ তাদের কৌশলগত অবস্থানকে পুনরায় সংহত করার চেষ্টা করছে।
১২ বছর পর যৌথ নৌ মহড়ায় তুরস্ক ও মিশর
- আপলোড সময় : ২৪-০৯-২০২৫ ০৩:২১:২২ পূর্বাহ্ন
- আপডেট সময় : ২৪-০৯-২০২৫ ০৯:৫৮:৫৩ পূর্বাহ্ন

এক দশকেরও বেশি সময় পর প্রথমবারের মতো যৌথ নৌ মহড়া শুরু করেছে তুরস্ক ও মিশর। ২২ থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত পূর্ব ভূমধ্যসাগরে এই পাঁচ দিনের মহড়াটি দুই দেশের মধ্যে দীর্ঘদিনের রাজনৈতিক বিভেদ কাটিয়ে সম্পর্ক স্বাভাবিক হওয়ার একটি গুরুত্বপূর্ণ প্রতীক।
নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ