দেশের অভ্যন্তরীণ চাহিদা পূরণ ও ভোক্তাদের ভর্তুকি মূল্যে চিনি সরবরাহ নিশ্চিত করতে তুরস্ক থেকে ২৫ হাজার টন পরিশোধিত চিনি আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রতি কেজি চিনির মূল্য নির্ধারণ করা হয়েছে ১০৬ টাকা ৬৬ পয়সা। এতে মোট ব্যয় হবে ১৭৫ কোটি ৯৮ লাখ ৫০ হাজার টাকা।
বুধবার (৬ আগস্ট) সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় এই আমদানি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমদ।
বৈঠক সূত্রে জানা গেছে, বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে এই চিনি কেনার প্রস্তাব উপস্থাপন করা হয়। প্রস্তাবটি পর্যালোচনা করে উপদেষ্টা পরিষদ কমিটি অনুমোদন দেয়। জানা গেছে, এই চিনি টিসিবির ফ্যামিলি কার্ডধারী এক কোটি পরিবারের মাঝে ভর্তুকি মূল্যে বিক্রি করা হবে। তবে দরপত্র আহ্বান করার পর মাত্র একটি দরপত্র জমা পড়ে, যার ভিত্তিতেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।