ঢাকা , শনিবার, ০২ অগাস্ট ২০২৫ , ১৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শাহবাগে উত্তপ্ত সংঘর্ষ: 'প্রকৃত জুলাই যোদ্ধা' বনাম অবরোধকারী, পুলিশের লাঠিচার্জ বিশ্ব বাণিজ্যে বড় ধাক্কা: ট্রাম্পের সর্বাত্মক শুল্ক নীতি প্রবাসে এক বীরের বিদায়: গার্ড অব অনার ও শ্রদ্ধার ফুলে ভাসল নিউইয়র্ক আপনার রক্তচাপ কি ১৪০/৯০-এর বেশি? ৪৬% মানুষের মতো অজানা বিপদে না তো? ভারত থেকে ফিরেই গ্রেফতার কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগ সভাপতি যুক্তরাষ্ট্র থেকে ৬১ বাংলাদেশিকে ফেরত পাঠানো হচ্ছে তিস্তা সেতুর উদ্বোধন পেছাল, নতুন তারিখ ২৫ আগস্ট আপনার হাতের স্মার্টফোনটি যে ১০টি জিনিসকে অবসরে পাঠিয়েছে জুলাই অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশ সার্বভৌমত্ব ফিরিয়ে এনেছে: ফারুকী জুলাই অভ্যুত্থান নিয়ে প্রতিদিন ডকুমেন্টারি তৈরি হচ্ছে: প্রেস সচিব শফিকুল আলম গ্রাফিতি ফ্যাসিবাদের পুনরুত্থানে বাধা হয়ে দাঁড়াবে: উপদেষ্টা আসিফ ব্রাজিলের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ ট্রাম্পের মানবাধিকার রক্ষার প্রতিশ্রুতি পূরণ করতে পারেনি অন্তর্বর্তী সরকার জরুরি অবস্থার আওতায় নিউ ইয়র্কের যেসব এলাকা পদ্মা সেতু রক্ষা বাঁধে আবার ধস, নদীগর্ভে বিলীন ১০ বসতঘর নাহিদ ইসলামের পোস্টের প্রতিক্রিয়ায় সাদিক কায়েমের চ্যালেঞ্জ! গোপালগঞ্জে জীবননাশের শঙ্কায় বলপ্রয়োগে বাধ্য হয়েছিল আইনশৃঙ্খলা বাহিনী: সেনাবাহিনী উচ্চকক্ষে পিআর পদ্ধতি নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনে তুমুল বিতর্ক চূড়ান্ত অনুমোদন পেল স্থানীয় সরকার নির্বাচন অধ্যাদেশ-২০২৫ যুক্তরাষ্ট্রে পড়তে ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য ভিসা নির্দেশনা দিল ঢাকার দূতাবাস

গোপালগঞ্জে জীবননাশের শঙ্কায় বলপ্রয়োগে বাধ্য হয়েছিল আইনশৃঙ্খলা বাহিনী: সেনাবাহিনী

  • আপলোড সময় : ০১-০৮-২০২৫ ১২:১৭:৩৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০১-০৮-২০২৫ ১২:১৭:৩৬ পূর্বাহ্ন
গোপালগঞ্জে জীবননাশের শঙ্কায় বলপ্রয়োগে বাধ্য হয়েছিল আইনশৃঙ্খলা বাহিনী: সেনাবাহিনী
গোপালগঞ্জে অনেকের জীবন হুমকির মুখে থাকায় আইনশৃঙ্খলা বাহিনী বাধ্য হয়ে বলপ্রয়োগ করেছিল, তবে প্রাণঘাতী কোনো অস্ত্র ব্যবহার করা হয়নি বলে জানিয়েছে সেনাবাহিনী।
 
বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে ঢাকা সেনা সদরে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান মিলিটারি অপারেশনস ডিরেক্টরেটের (স্টাফ কর্নেল) কর্নেল মো. শফিকুল ইসলাম।
 
তিনি বলেন, জাতীয় নাগরিক পার্টির একটি পথসভাকে কেন্দ্র করে গোপালগঞ্জে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অনেকের জীবননাশের আশঙ্কা তৈরি হয়। সেই পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলপ্রয়োগ করে, তবে প্রাণঘাতী কোনো অস্ত্রের ব্যবহার হয়নি।
 
তিনি আরও জানান, গোপালগঞ্জের ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং তদন্তের মাধ্যমে প্রকৃত তথ্য প্রকাশ হবে। কোনো রাজনৈতিক দলকে সেনাবাহিনী আলাদাভাবে বিবেচনা করে না বলেও তিনি উল্লেখ করেন।
 
সংবাদ সম্মেলনে কর্নেল শফিকুল বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সব বাহিনীকে একযোগে কাজ করতে হবে এবং যারা সম্মুখসারিতে থাকে, তাদের আরও কার্যকর হতে হবে।
 
তিনি জানান, গত ৪ সপ্তাহে সেনাবাহিনী ৩৭টি অবৈধ অস্ত্র উদ্ধার করেছে। গত আগস্ট থেকে এখন পর্যন্ত হারানো ১২ হাজার ১১৯টি অস্ত্রের মধ্যে ৯ হাজার ৭২৯টি উদ্ধার করা হয়েছে এবং বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ১৬ হাজার ৪৫৯ জনকে গ্রেফতার করা হয়েছে।
 
এছাড়াও তিনি জানান, রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় সেনাবাহিনী পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেছে।
 
তিনি বলেন, জনদুর্ভোগ ও সহিংসতা সৃষ্টিকারী কর্মকাণ্ডের বিরুদ্ধে সেনাবাহিনী কঠোর পদক্ষেপ নেবে এবং সার্বিক পরিস্থিতি স্থিতিশীল রাখতে নিরবচ্ছিন্নভাবে কাজ চালিয়ে যাবে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০১

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৫ আগস্টের মধ্যে ‘জুলাই জাতীয় সনদ’ ঘোষণার প্রস্তুতি, দুই উপদেষ্টার স্ট্যাটাস

৫ আগস্টের মধ্যে ‘জুলাই জাতীয় সনদ’ ঘোষণার প্রস্তুতি, দুই উপদেষ্টার স্ট্যাটাস