'একজন উপদেষ্টা স্বার্থ হাসিলের জন্য কুমিল্লায় ক্ষমতার অপব্যবহার করছেন’: মির্জা ফখরুল ইসলাম
- আপলোড সময় : ৩০-০৬-২০২৫ ১২:০৬:২৭ পূর্বাহ্ন
- আপডেট সময় : ৩০-০৬-২০২৫ ১২:০৬:২৭ পূর্বাহ্ন

সরকারের একজন উপদেষ্টা নিজের স্বার্থ হাসিলের জন্য কুমিল্লার মুরাদনগরে ক্রমাগত ক্ষমতার অপব্যবহার করছেন বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, দুষ্কৃতকারীরা আশকারা পেয়ে সমাজবিরোধী নানা অপকর্মে মেতে উঠেছে।
রোববার (২৯ জুন) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
বিএনপি মহাসচিব বলেন, কাপুরোষিত ন্যাক্কারজনক ঘটনাকে রাজনৈতিকভাবে ভিন্নখাতে প্রবাহিত করার এক গভীর চক্রান্তে লিপ্ত হয়েছে। ফ্যাসিবাদী আমলের মতো নিজেরাই সংখ্যালঘুদের ঘরবাড়ি দখল ও নির্যাতন করে অন্যের ঘাড়ে দোষ চাপানোর ধারাবাহিকতা এখনও চলমান।
নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার-6
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ