ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস আন্তর্জাতিক তত্ত্বাবধানে তাদের অস্ত্র সমর্পণের বিষয়ে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনসমূহকে ‘বানোয়াট’ ও ভিত্তিহীন বলে পূর্ণরূপে খণ্ডন করেছে। রোববার (৫ অক্টোবর) প্রকাশিত এক বিবৃতিতে হামাসের সিনিয়র সদস্য মাহমুদ মারদাউই বলেন, যুদ্ধবিরতি আলোচনা ও অস্ত্র হস্তান্তরের বিষয়ে যে খবরগুলো প্রচারিত হচ্ছে তা সম্পূর্ণ মিথ্যা এবং জনমতকে বিভ্রান্ত করার উদ্দেশ্যে প্রকাশিত। তিনি সাংবাদিকদের প্রতি অনুরোধ করেন যে, তারা তথ্য যাচাই ছাড়া কোনো খবর প্রকাশ করবেন না।
এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজার যুদ্ধবিরতি ও শান্তি পরিকল্পনার অংশ হিসেবে হামাসের অস্ত্র হস্তান্তরে সম্মত হওয়ার খবর বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে ছড়িয়েছিল। ওই পরিকল্পনায় বন্দি মুক্তি, যুদ্ধবিরতি, হামাসের নিরস্ত্রীকরণ এবং গাজা পুনর্গঠনের বিষয়গুলো অন্তর্ভুক্ত ছিল। যদিও হামাস তৎকালীন সময়ে নীতিগত সম্মতি প্রকাশ করলেও অস্ত্র সমর্পণ বা নিরস্ত্রীকরণের বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেনি।
হামাসের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে, তাদের অস্তিত্ব জনগণের আত্মরক্ষার অধিকার থেকে উৎসারিত এবং তারা নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থা ত্যাগ করবে না। সংঘটিত ভুল তথ্য শুধু গাজা নয়, পুরো ফিলিস্তিনি জনগণের স্বাধীনতার দাবি ও লড়াইকে দুর্বল করার একটি কৌশলমূলক প্রচেষ্টা বলে তারা মনে করছে।
এই মন্তব্যগুলো গাজা যুদ্ধ শান্তি প্রক্রিয়ায় সতর্কতার সঙ্গে যথাযথ তথ্য যাচাইয়ের ওপর গুরুত্ব আরোপ করে। আগামি মিশরে হামাস ও ইসরায়েলের মধ্যে বন্দি বিনিময় ও যুদ্ধবিরতি বিষয়ক আলোচনাও অপেক্ষমান রয়েছে।