ঢাকা , সোমবার, ০৬ অক্টোবর ২০২৫ , ২১ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ওপেনএআইয়ের নতুন অ্যাপ "সোরা" দিয়ে মুখভিত্তিক ভিডিও বানান সহজ ইসরায়েলের গোপন সহায়তা: গাজার মিলিশিয়াকে তহবিল ও সরঞ্জাম সরবরাহের অভিযোগ আফগানিস্তানে সুবিধাবঞ্চিতদের জন্য ৮ মিলিয়ন ডলারের নতুন কৃষি ও জীবিকা প্রকল্প কিম জং উনের সামরিক প্রদর্শনীতে নতুন অস্ত্রের উন্মোচন ট্রাম্প–নেতানিয়াহু ফোনালাপে উত্তেজনা, হামাস ইস্যুতে মতবিরোধ কায়রোয় ট্রাম্পের গাজা প্রস্তাব নিয়ে মুখোমুখি হামাস–ইসরায়েল জার্মানদের বড় অংশের দৃষ্টিতে ইসরায়েল ‘গণহত্যাকারী কাশ্মীরের পর এবার স্যার ক্রিক নিয়ে ভারত-পাকিস্তান উত্তেজনা হামাসের সম্মতিতে ট্রাম্পের শান্তি প্রস্তাবকে স্বাগত জানালো মুসলিম বিশ্ব ট্রাম্প: হামাস সম্মতি দিলেই গাজায় তৎক্ষণাৎ যুদ্ধবিরতি নেতানিয়াহু: জিম্মিদের ফিরিয়ে আনব গ্রীনল্যান্ডের ট্যানব্রিজে বিরল খনিজে যুক্তরাষ্ট্রের আগ্রহ উত্তর সিরিয়ায় মানবিজ ফ্রন্টে উত্তেজনা, শক্ত করছে অবস্থান ক্যালিফোর্নিয়ায় শেভরন রিফাইনারিতে বিস্ফোরণ, আগুন নিয়ন্ত্রণে রাশিয়ান হ্যাকারদের নিশানায় ইসরাইলি হাসপাতাল রপ্তানিতে রেকর্ড: প্রতিরক্ষা–মহাকাশ খাতে তুরস্কের উত্থান এশিয়ার শীর্ষ ৪ জায়ান্ট, সবাই টেক কোম্পানি দেশের বিমানবন্দর নিরাপত্তায় আসছে নতুন বাহিনী ‘এজিবি’ ২জি–৩জি বিদায়, বিশ্ব এখন পূর্ণ ৫জি যুগের পথে ভিয়েতনামে টাইফুন বুয়ালয়ের তাণ্ডব, নিহত ৪৯

ট্রাম্প: হামাস সম্মতি দিলেই গাজায় তৎক্ষণাৎ যুদ্ধবিরতি

  • আপলোড সময় : ০৬-১০-২০২৫ ০২:১৬:৫৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৬-১০-২০২৫ ০২:১৬:৫৯ পূর্বাহ্ন
ট্রাম্প: হামাস সম্মতি দিলেই গাজায় তৎক্ষণাৎ যুদ্ধবিরতি ছবি: সংগৃহীত
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার জন্য এখন শুধু হামাসের চূড়ান্ত সম্মতি বহাল আছে; হামাস সম্মতি দিলেই তৎক্ষণাৎ যুদ্ধবিরতি কার্যকর হবে এবং বন্দি বিনিময় শুরু হবে। তিনি জানান, ইসরায়েল ইতোমধ্যে গাজা থেকে প্রাথমিকভাবে সরে যাওয়ার সিদ্ধান্তে সম্মত হয়েছে এবং এ বিষয়টি হামাসকে জানানো হয়েছে।
ট্রাম্পের বক্তব্যে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র-পরিষদের মধ্যস্থতায় চলা আলোচনাকে কয়েক দিনের মধ্যেই সীমাবদ্ধ রাখা হবে—তিনি হামাসকে দ্রুত সিদ্ধান্ত নিতে অনুরোধ করেছেন। তাঁর ভাষ্য অনুযায়ী, এই পদক্ষেপ “তিন হাজার বছরের এই সংকটের অবসানের আরও কাছে” নিয়ে যেতে পারে। ট্রাম্প হামাসকে রবিবার (ওয়াশিংটন সময়) সন্ধ্যা ছয়টা পর্যন্ত তার প্রস্তাবিত ২০ দফা শান্তি পরিকল্পনার প্রতিক্রিয়া জানানোর সময়সীমা দিয়েছেন।
 
এর আগে হামাস ঘোষণা করেছিল তারা জীবিত ও মৃত—সব ইসরায়েলি বন্দিকে মুক্তি দিতে প্রস্তুত এবং গাজার প্রশাসন প্রযুক্তিবিদ-নেতৃত্বাধীন স্বাধীন ফিলিস্তিনি কর্তৃপক্ষকে হস্তান্তর করার প্রস্তাব দিয়েছে। তবে হামাস জোর দিয়ে বলেছে, গাজার ভবিষ্যৎ ও ফিলিস্তিনিদের অধিকারকে বৃহত্তর জাতীয় কাঠামোর মধ্যে সমাধান করতে হবে—অর্থাৎ কোনো বহিরাগত বা সীমিত চুক্তি তাদের পূর্ণ প্রত্যাশা মেটাবে না।
 
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, ঘোষণা এবং প্রচলিত বক্তব্যের মধ্যে ফাঁক থাকায় বাস্তবায়ন পর্যন্ত পথটা জটিল। যুদ্ধবিরতি ঘোষণার সঙ্গে সঙ্গে নিরাপত্তা, পর্যবেক্ষণ ব্যবস্থাপনা, বন্দি বিনিময় প্রক্রিয়া ও ভবিষ্যৎ প্রশাসনিক কাঠামো নিয়ে কড়াকড়ি আলোচনা প্রয়োজন হবে। এছাড়া মাঠে বাস্তবিকভাবে আগ্রাসন কমলে মানবিক সহায়তা প্রবাহ এবং স্থানান্তর কার্যক্রমও সহজতর হতে পারে—তবে এসবের জন্য তাত্ক্ষণিক ও টেকসই কূটনৈতিক সমাধান অপরিহার্য।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
খাগড়াছড়িতে স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি: পৌর এলাকা ও দুই উপজেলায় ১৪৪ ধারা প্রত্যাহার

খাগড়াছড়িতে স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি: পৌর এলাকা ও দুই উপজেলায় ১৪৪ ধারা প্রত্যাহার