ঢাকা , বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫ , ৩০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আশুলিয়ায় ছয়জনকে পোড়ানোর মামলায় রায় ঘোষণার তারিখ ২১ আগস্ট সংবিধানের ১১৬ অনুচ্ছেদের বৈধতা বিষয়ে রায় ২ সেপ্টেম্বর চালের মান উন্নত, ১৫ টাকায় মিলবে খাদ্যবান্ধব কর্মসূচির চাল: উপদেষ্টা আলী ইমাম তফসিলের আগেই উপদেষ্টা পদ ছাড়ছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের ক্লাস শুরু ২১ সেপ্টেম্বর মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস দেশের সব কারাগারে নৈতিকতা শিক্ষা কার্যক্রম: ধর্ম উপদেষ্টার বিশেষ পরিকল্পনা ত্রয়োদশ জাতীয় নির্বাচন পর্যবেক্ষণে ৩৩১ স্থানীয় সংস্থার নিবন্ধন আবেদন সুপ্রিম কোর্ট ও প্রধান বিচারপতির বাসভবন এলাকায় সভা-সমাবেশে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে উদ্যোগী অন্তর্বর্তী সরকার: প্রধান উপদেষ্টা বাংলাদেশ সচিবালয়ে নিরাপত্তা জোরদারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাত দফা নির্দেশনা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে দুটি বাল্ক ক্যারিয়ার জাহাজ ক্রয় করছে, বাংলাদেশ শিপিং করপোরেশন আন্তর্জাতিক বাজারে দাম কমায় দেশে পাম অয়েলের লিটারপ্রতি দাম ১৯ টাকা হ্রাস আইইউবি ও মানারাতের দুই শিক্ষকের বিরুদ্ধে এলজিবিটি কর্মীর বীভৎস হত্যার হুমকি, তীব্র নিন্দা ও প্রতিবাদ বাংলাদেশ ইসলামি ছাত্র মজলিসের আইইউবি ও মানারাতের দুই শিক্ষকের প্রতি ডেথ থ্রেট, ফেসবুকে উস্কানিমূলক হুমকিতে চাঞ্চল্য সৃষ্টি ইউরোপে যুদ্ধের প্রস্তুতি তীব্র হচ্ছে, অস্ত্র কারখানার সম্প্রসারণ ত্রিগুণ গতি পাচ্ছে ডেনমার্কের হারকিউলিস বিমান গাজায় মানবিক সাহায্য পৌঁছে দেবে মাইক্রোসফট লেন্স বন্ধ হচ্ছে: জনপ্রিয় ডকুমেন্ট স্ক্যানিং অ্যাপের সমাপ্তি, বিকল্প হিসেবে ৩৬৫ কোপাইলটের পরামর্শ মাইক্রোসফটের নতুন এআই প্রযুক্তি ম্যালওয়্যার শনাক্তে স্বয়ংক্রিয় বিশ্লেষণ সুবিধা নিয়ে বাংলাদেশ–মালয়েশিয়া সহযোগিতা জোরদারে ৫ এমওইউ ও ৩ নোট বিনিময়

ইরান পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টা করলে আবার হামলা: ট্রাম্পের হুঁশিয়ারি

  • আপলোড সময় : ২৮-০৬-২০২৫ ০২:১১:৪৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৬-২০২৫ ০২:১১:৪৬ অপরাহ্ন
ইরান পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টা করলে আবার হামলা: ট্রাম্পের হুঁশিয়ারি

ইরান পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টা করলে আবারও হামলা চালাবে যুক্তরাষ্ট্র, এমন হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ইরান যদি পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টা করে তবে যুক্তরাষ্ট্র আবারও দেশটিতে বোমা হামলা চালাবে।

এর আগে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি দাবি করেন, ইসরায়েলের সঙ্গে ১২ দিনের সংঘাতে ইরান জয়লাভ করেছে। তার এমন দাবির তীব্র সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর আল জাজিরার। 

শুক্রবার ট্রাম্প তার ব্যক্তি মালিকানাধীন ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে ইরানের সর্বোচ্চ নেতার বিরুদ্ধে তীব্র ভাষায় সমালোচনা করেন। তিনি দাবি করেন, খামেনিকে ‌‌একটি অত্যন্ত কুৎসিত এবং ঘৃণ্য মৃত্যু থেকে বাঁচিয়ে দিয়েছেন।

চলতি সপ্তাহের শুরুতে যুদ্ধবিরতির মাধ্যমে ইসরায়েল-ইরান সংঘাত শেষ হওয়ার পর প্রথমবারের মতো খামেনি বলেন, ফোরদো, ইসফাহান এবং নাতাঞ্জে ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার পর কাতারের একটি প্রধান মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ইরান কার্যত ‌‘আমেরিকার মুখে চড় মেরেছে’। মার্কিন প্রেসিডেন্ট খামেনির এমন মন্তব্যকে ‘ক্ষোভ, ঘৃণা এবং ঘৃণার বিবৃতি’ হিসেবে বর্ণনা করেছেন।

প্রেসিডেন্ট ট্রাম্প খামেনির উদ্দেশে বলেন, তার দেশ ধ্বংস হয়ে গেছে, তাদের তিনটি পারমাণবিক কেন্দ্র ধ্বংস হয়ে গেছে। আমি ঠিক জানতাম যে সে কোথায় আশ্রয় নিয়েছে এবং আমি ইসরায়েল বা মার্কিন সশস্ত্র বাহিনীকে তা জানাইনি, তাকে হত্যা করতে দেইনি।

এর আগে ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছে বলে ডোনাল্ড ট্রাম্প যে দাবি করেন তা নাকচ করে দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।

রাষ্ট্রীয় টেলিভিশনে এক সাক্ষাৎকারে ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের বৈঠকের কোনো পরিকল্পনা নেই। যুক্তরাষ্ট্র নিজের স্বার্থে এই আলোচনায় বসতে চাচ্ছে কি না, তা মূল্যায়ন করছে তেহরান।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার-5

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আশুলিয়ায় ছয়জনকে পোড়ানোর মামলায় রায় ঘোষণার তারিখ ২১ আগস্ট

আশুলিয়ায় ছয়জনকে পোড়ানোর মামলায় রায় ঘোষণার তারিখ ২১ আগস্ট