ঢাকা , বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫ , ৩০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আশুলিয়ায় ছয়জনকে পোড়ানোর মামলায় রায় ঘোষণার তারিখ ২১ আগস্ট সংবিধানের ১১৬ অনুচ্ছেদের বৈধতা বিষয়ে রায় ২ সেপ্টেম্বর চালের মান উন্নত, ১৫ টাকায় মিলবে খাদ্যবান্ধব কর্মসূচির চাল: উপদেষ্টা আলী ইমাম তফসিলের আগেই উপদেষ্টা পদ ছাড়ছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের ক্লাস শুরু ২১ সেপ্টেম্বর মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস দেশের সব কারাগারে নৈতিকতা শিক্ষা কার্যক্রম: ধর্ম উপদেষ্টার বিশেষ পরিকল্পনা ত্রয়োদশ জাতীয় নির্বাচন পর্যবেক্ষণে ৩৩১ স্থানীয় সংস্থার নিবন্ধন আবেদন সুপ্রিম কোর্ট ও প্রধান বিচারপতির বাসভবন এলাকায় সভা-সমাবেশে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে উদ্যোগী অন্তর্বর্তী সরকার: প্রধান উপদেষ্টা বাংলাদেশ সচিবালয়ে নিরাপত্তা জোরদারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাত দফা নির্দেশনা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে দুটি বাল্ক ক্যারিয়ার জাহাজ ক্রয় করছে, বাংলাদেশ শিপিং করপোরেশন আন্তর্জাতিক বাজারে দাম কমায় দেশে পাম অয়েলের লিটারপ্রতি দাম ১৯ টাকা হ্রাস আইইউবি ও মানারাতের দুই শিক্ষকের বিরুদ্ধে এলজিবিটি কর্মীর বীভৎস হত্যার হুমকি, তীব্র নিন্দা ও প্রতিবাদ বাংলাদেশ ইসলামি ছাত্র মজলিসের আইইউবি ও মানারাতের দুই শিক্ষকের প্রতি ডেথ থ্রেট, ফেসবুকে উস্কানিমূলক হুমকিতে চাঞ্চল্য সৃষ্টি ইউরোপে যুদ্ধের প্রস্তুতি তীব্র হচ্ছে, অস্ত্র কারখানার সম্প্রসারণ ত্রিগুণ গতি পাচ্ছে ডেনমার্কের হারকিউলিস বিমান গাজায় মানবিক সাহায্য পৌঁছে দেবে মাইক্রোসফট লেন্স বন্ধ হচ্ছে: জনপ্রিয় ডকুমেন্ট স্ক্যানিং অ্যাপের সমাপ্তি, বিকল্প হিসেবে ৩৬৫ কোপাইলটের পরামর্শ মাইক্রোসফটের নতুন এআই প্রযুক্তি ম্যালওয়্যার শনাক্তে স্বয়ংক্রিয় বিশ্লেষণ সুবিধা নিয়ে বাংলাদেশ–মালয়েশিয়া সহযোগিতা জোরদারে ৫ এমওইউ ও ৩ নোট বিনিময়

চালের মান উন্নত, ১৫ টাকায় মিলবে খাদ্যবান্ধব কর্মসূচির চাল: উপদেষ্টা আলী ইমাম

  • আপলোড সময় : ১৪-০৮-২০২৫ ০৩:৩২:৩১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৮-২০২৫ ০৩:৩২:৩১ পূর্বাহ্ন
চালের মান উন্নত, ১৫ টাকায় মিলবে খাদ্যবান্ধব কর্মসূচির চাল: উপদেষ্টা আলী ইমাম ছবি: সংগৃহীত
খাদ্য ও ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার জানিয়েছেন, বর্তমানে দেশের বাজারে চালের মান আগের তুলনায় অনেক উন্নত হয়েছে। তার দাবি, বাজারে যে চাল ৬০ টাকা কেজিতে বিক্রি হয়, সেটি ওএমএস কর্মসূচির মাধ্যমে ৩০ টাকায় এবং খাদ্যবান্ধব কর্মসূচিতে মাত্র ১৫ টাকায় সরবরাহ করা হচ্ছে। তিনি বলেন, নিম্নমানের বা দূষিত চাল এখন বিতরণ করা হয় না, যা অতীতে রেশন চালের ক্ষেত্রে প্রায়শই ঘটত।
 
বুধবার (১৩ আগস্ট) বিকেলে ফেনী সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, আগামী ১৭ আগস্ট থেকে খাদ্যবান্ধব কর্মসূচি শুরু হবে। গত বছর ৫০ লাখ পরিবারকে পাঁচ মাসের জন্য প্রতি মাসে ৩০ কেজি করে চাল দেওয়া হলেও এবার তা বাড়িয়ে ৫৫ লাখ পরিবারকে ছয় মাস চাল দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। আগস্ট থেকে নভেম্বর এবং ফেব্রুয়ারি-মার্চ মাসে এই সহায়তা দেওয়া হবে। তবে ডিসেম্বর-জানুয়ারিতে আমন ধান ওঠার কারণে বিতরণ স্থগিত থাকবে। ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানান তিনি।
 
বর্তমানে সরকারি গুদামে ২২ লাখ মেট্রিক টন খাদ্য মজুত রয়েছে, যার মধ্যে ২০ লাখ মেট্রিক টনের বেশি চাল। উপদেষ্টা আশা প্রকাশ করেন, আমন মৌসুম ভালো হলে আমদানি নির্ভরতা কমবে।
 
ভূমি সেবায় প্রযুক্তির উন্নয়নের কথা উল্লেখ করে তিনি বলেন, বর্তমানে নামজারি ও খতিয়ান ডিজিটালভাবে করা যাচ্ছে। যদিও কিছু ক্ষেত্রে প্রযুক্তিগত ত্রুটি দেখা দেয়, তবে তা বড় সমস্যা নয় এবং সময়ের সঙ্গে সঙ্গে এই সেবা আরও উন্নত হবে। প্রযুক্তিনির্ভর ভূমি জরিপ, খতিয়ান ও খাজনা প্রক্রিয়া সমাজে বিরোধ কমাতে সহায়ক হবে এবং জনসচেতনতা বাড়াবে বলে তিনি আশা প্রকাশ করেন।
 
বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসন কার্যক্রম নিয়েও তিনি কথা বলেন। ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামত এবং কৃষকদের সহায়তা কার্যক্রম চলমান রয়েছে জানিয়ে তিনি বলেন, হতদরিদ্র পরিবারগুলো খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় আসবে।
 
এ সময় চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন, ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) মো. এমদাদুল হক চৌধুরী, ফেনী জেলা প্রশাসক সাইফুল ইসলামসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০১

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
তিস্তা নদীর পানি বিপৎসীমার ওপরে, লালমনিরহাটে সাত হাজার পরিবার পানিবন্দি

তিস্তা নদীর পানি বিপৎসীমার ওপরে, লালমনিরহাটে সাত হাজার পরিবার পানিবন্দি