ঢাকা , রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫ , ১৩ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হিজাজ রেলপথ পুনরুদ্ধারে তুরস্ক-সিরিয়া-জর্ডানের সমঝোতা ন্যাটো সীমান্তে রুশ অনুপ্রবেশ ঠেকাতে লিথুয়ানিয়ায় তুর্কি নজরদারি বিমান আইসিসি পরোয়ানার শঙ্কায় ইউরোপ এড়িয়ে নিউইয়র্ক গেল নেতানিয়াহুর বিমান লকহিডের পরিকল্পনা: পুরনো F-22 র‌্যাপ্টরকে আধুনিক ব্লক-৩০/৩৫ মানে আপগ্রেড গাজা যুদ্ধ থামাতে ট্রাম্পের শান্তি রোডম্যাপ প্রকাশ ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সক্ষম, কিন্তু পারমাণবিক বোমায় না: খামেনি লিবিয়ার সর্ববৃহৎ তেল শোধনাগার দখলে তীব্র লড়াই, প্রো-জিএনইউ ও বিরোধী গোষ্ঠীগুলোর মধ্যে সংঘর্ষ বৈঠকে রাজি জেলেনস্কি, পুতিনের মস্কোর প্রস্তাব প্রত্যাখ্যান; কাজাখস্তানকে সম্ভাব্য স্থান হিসেবে উল্লেখ কক্সবাজারে ভয়াবহ মানব পাচার চক্রের সন্ধান: পর্যটক অপহরণের পর পাহাড় থেকে নারী-শিশুসহ ৮৩ জন উদ্ধার Uber Eats-এর ড্রোন ডেলিভারি: ইসরাইলি কোম্পানির সঙ্গে চুক্তি বাইতুল মোকাররমে ইসলামী বইমেলায় ৫ দিনের নাশিদ সন্ধ্যা শুরু ফিলিস্তিন মুক্ত করতে আন্তর্জাতিক বাহিনী গঠনের আহ্বান কলম্বিয়ার; কেন এমন ডাক দিলেন পেত্রো? রাজ্যের দাবিতে ভারতের লাদাখে বিক্ষোভ-সংঘর্ষ, নিহত ৪ ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ এরদোয়ানের, জাতিসংঘের অধিবেশনে তীব্র নিন্দা প্রধান উপদেষ্টা ড. ইউনূসের বাংলাদেশ সফরের আমন্ত্রণ মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে ফিলিস্তিনের সমর্থনে উত্তাল ইতালি: পুলিশ-বিক্ষোভকারী সংঘর্ষে আহত ৬০ আন্তর্জাতিক জলসীমায় গাজাগামী ফ্লোটিলায় ড্রোন হামলা, বাড়ছে উত্তেজনা ইউক্রেনের জনসংখ্যা: যুদ্ধ ও অভিবাসনের প্রভাবে ব্যাপক হ্রাস যুক্তরাষ্ট্রকে তালেবানের বার্তা: কূটনৈতিক সম্পর্কের আহ্বান রাশিয়ার আগ্রাসনের মুখে এস্তোনিয়ায় যুক্তরাজ্যের পারমাণবিক জেট মোতায়েন

চালের মান উন্নত, ১৫ টাকায় মিলবে খাদ্যবান্ধব কর্মসূচির চাল: উপদেষ্টা আলী ইমাম

  • আপলোড সময় : ১৪-০৮-২০২৫ ০৩:৩২:৩১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৮-২০২৫ ০৩:৩২:৩১ পূর্বাহ্ন
চালের মান উন্নত, ১৫ টাকায় মিলবে খাদ্যবান্ধব কর্মসূচির চাল: উপদেষ্টা আলী ইমাম ছবি: সংগৃহীত
খাদ্য ও ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার জানিয়েছেন, বর্তমানে দেশের বাজারে চালের মান আগের তুলনায় অনেক উন্নত হয়েছে। তার দাবি, বাজারে যে চাল ৬০ টাকা কেজিতে বিক্রি হয়, সেটি ওএমএস কর্মসূচির মাধ্যমে ৩০ টাকায় এবং খাদ্যবান্ধব কর্মসূচিতে মাত্র ১৫ টাকায় সরবরাহ করা হচ্ছে। তিনি বলেন, নিম্নমানের বা দূষিত চাল এখন বিতরণ করা হয় না, যা অতীতে রেশন চালের ক্ষেত্রে প্রায়শই ঘটত।
 
বুধবার (১৩ আগস্ট) বিকেলে ফেনী সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, আগামী ১৭ আগস্ট থেকে খাদ্যবান্ধব কর্মসূচি শুরু হবে। গত বছর ৫০ লাখ পরিবারকে পাঁচ মাসের জন্য প্রতি মাসে ৩০ কেজি করে চাল দেওয়া হলেও এবার তা বাড়িয়ে ৫৫ লাখ পরিবারকে ছয় মাস চাল দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। আগস্ট থেকে নভেম্বর এবং ফেব্রুয়ারি-মার্চ মাসে এই সহায়তা দেওয়া হবে। তবে ডিসেম্বর-জানুয়ারিতে আমন ধান ওঠার কারণে বিতরণ স্থগিত থাকবে। ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানান তিনি।
 
বর্তমানে সরকারি গুদামে ২২ লাখ মেট্রিক টন খাদ্য মজুত রয়েছে, যার মধ্যে ২০ লাখ মেট্রিক টনের বেশি চাল। উপদেষ্টা আশা প্রকাশ করেন, আমন মৌসুম ভালো হলে আমদানি নির্ভরতা কমবে।
 
ভূমি সেবায় প্রযুক্তির উন্নয়নের কথা উল্লেখ করে তিনি বলেন, বর্তমানে নামজারি ও খতিয়ান ডিজিটালভাবে করা যাচ্ছে। যদিও কিছু ক্ষেত্রে প্রযুক্তিগত ত্রুটি দেখা দেয়, তবে তা বড় সমস্যা নয় এবং সময়ের সঙ্গে সঙ্গে এই সেবা আরও উন্নত হবে। প্রযুক্তিনির্ভর ভূমি জরিপ, খতিয়ান ও খাজনা প্রক্রিয়া সমাজে বিরোধ কমাতে সহায়ক হবে এবং জনসচেতনতা বাড়াবে বলে তিনি আশা প্রকাশ করেন।
 
বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসন কার্যক্রম নিয়েও তিনি কথা বলেন। ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামত এবং কৃষকদের সহায়তা কার্যক্রম চলমান রয়েছে জানিয়ে তিনি বলেন, হতদরিদ্র পরিবারগুলো খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় আসবে।
 
এ সময় চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন, ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) মো. এমদাদুল হক চৌধুরী, ফেনী জেলা প্রশাসক সাইফুল ইসলামসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০১

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ফরিদপুর ও কুমিল্লা নামে নতুন দুই প্রশাসনিক বিভাগ ও দুই উপজেলা গঠন প্রক্রিয়ায় Government

ফরিদপুর ও কুমিল্লা নামে নতুন দুই প্রশাসনিক বিভাগ ও দুই উপজেলা গঠন প্রক্রিয়ায় Government