আজ শনিবার (২৭ সেপ্টেম্বর) বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে বিশ্ব পর্যটন দিবস। জাতিসংঘ বিশ্ব পর্যটন সংস্থা ঘোষিত এবারের প্রতিপাদ্য— ‘টেকসই উন্নয়নে পর্যটন’। দিবসটি উপলক্ষে সরকারি ও বেসরকারি পর্যায়ে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
পর্যটনের সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও অর্থনৈতিক গুরুত্বকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়া এবং সচেতনতা বাড়ানোই এ দিবসের মূল উদ্দেশ্য। ১৯৮০ সাল থেকে প্রতি বছর সদস্য রাষ্ট্রগুলোতে এ দিবস উদযাপিত হয়ে আসছে।
এক বাণীতে প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস বলেন, বাংলাদেশ দক্ষিণ এশিয়ার অন্যতম সম্ভাবনাময় পর্যটন গন্তব্য। এ খাতের উন্নয়নে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে। তার মতে, পর্যটন শুধু অর্থনৈতিক উন্নয়ন নয়, বরং স্থানীয় ঐতিহ্য, সংস্কৃতি ও পরিবেশ সংরক্ষণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
এ উপলক্ষে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, ট্যুরিস্ট পুলিশসহ সরকারি-বেসরকারি সংস্থাগুলো র্যালি, আলোচনা সভা ও প্রদর্শনীর মতো নানা কর্মসূচির আয়োজন করেছে।