রোববার সকালে ইসরায়েলি যুদ্ধবিমানের বোমা বর্ষণে সাবরা এলাকার কয়েকটি বাড়ি পুরোপুরি বিধ্বস্ত হয়। হামলার পর স্থানীয় বাসিন্দা ও উদ্ধারকর্মীরা দ্রুত উদ্ধার তৎপরতা শুরু করেন। এখন পর্যন্ত ১৭ জনকে জীবিত উদ্ধার করা হলেও, পরিবারের সদস্যদের ধারণা, প্রায় ৫০ জন এখনও ধ্বংসস্তূপের নিচে আটকা থাকতে পারেন। উদ্ধারকারী দল পর্যাপ্ত সরঞ্জাম ছাড়াই খালি হাতে কাজ চালাচ্ছে। গাজায় ইসরায়েলের অব্যাহত বোমা হামলা এবং স্থল অভিযানের কারণে সেখানকার মানবিক পরিস্থিতি ক্রমশ খারাপ হচ্ছে।
গাজায় ইসরায়েলি হামলায় একই পরিবারের ২৫ জন নিহত
- আপলোড সময় : ২৪-০৯-২০২৫ ০৩:১৩:০২ পূর্বাহ্ন
- আপডেট সময় : ২৪-০৯-২০২৫ ০৯:৫৭:৪৯ পূর্বাহ্ন

গাজায় ইসরায়েলি বিমান হামলায় একই পরিবারের কমপক্ষে ২৫ জন নিহত হয়েছেন। রোববার ভোরে গাজা সিটির সাবরা এলাকায় কয়েকটি বাড়িতে বোমা হামলায় এই হতাহতের ঘটনা ঘটে। আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, ধ্বংসস্তূপের নিচে আরও অনেকে চাপা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে।
নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ