ঢাকা , মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫ , ২৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কুয়েতে ৫০ হাজারের বেশি নাগরিকত্ব বাতিল, অবৈধ প্রাপ্তদের বিরুদ্ধে কঠোর অভিযান মালয়েশিয়ায় পৌঁছালেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস, অভিবাসন-বিনিয়োগে গুরুত্ব গাজার শিফা হাসপাতালে নিহত আল-জাজিরা সাংবাদিক আনাস আল-শরীফের ৬ এপ্রিলে দেয়া শেষ সংবেদনশীল বার্তা গাজায় সদ্য শাহাদাত বরণ করা আল জাজিরার সাংবাদিক আনাস আল-শরীফের সর্বশেষ পোস্ট আনাস আল-শরিফসহ আল জাজিরার পুরো সাংবাদিক টিমকে হত্যা করেছে ইসরায়েল! শাহজালাল বিমানবন্দরে যাত্রী স্বাগত ও বিদায়ে নতুন নির্দেশনা শিক্ষক বদলি নীতিমালা বৈধতা নিয়ে হাইকোর্টের রুল জারি পলাতক ৪০ পুলিশ কর্মকর্তার পদক বাতিল, আর্থিক সুবিধা বন্ধের নির্দেশ গরিবের গভর্নরও পালিয়ে গেছেন: উপদেষ্টা সাখাওয়াত খুলনায় সুপার জুট মিলে অগ্নিকাণ্ড, দ্রুত নিয়ন্ত্রণে বড় ক্ষতি এড়ানো গেল নিয়মিত শিক্ষাপর্ব সমাপ্ত হওয়া শিক্ষার্থীদের হলত্যাগের নির্দেশ বিশ্ববিদ্যালয় প্রশাসনের পার্বত্য চট্টগ্রামে আধুনিক অস্ত্রশস্ত্র সশস্ত্র গোষ্ঠীগুলোর কাছে, বাংলাদেশের অখণ্ডতায় নতুন হুমকি তুরস্কের পশ্চিমাঞ্চলে ৬.১ মৃদু ভূমিকম্প: নিহতের খবর অনিশ্চিত, জরুরি তৎপরতা যুক্তরাষ্ট্রের শুল্ক নীতির বিরুদ্ধে ভারতের তীব্র অবস্থান, রাজনাথ সিংয়ের কড়া বার্তা দামেস্কে উমাইয়া জামে মসজিদে শুরু হলো "মুওয়াত্তা মালেক" থেকে হাদিসের দরস পাকিস্তানের সেনাপ্রধানের ভারতকে হুঁশিয়ারি: সিন্ধু নদীর বাঁধ তৈরি হলে,ধ্বংসে মিসাইলও প্রস্তুত রাঙ্গামাটিতে আদিবাসী স্বীকৃতি দাবির আড়ালে দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে মানববন্ধন সুদানের দারফুরে চলমান সংঘাতে অপুষ্টিতে ৬৩ জনের মৃত্যু, মানবিক সংকট তীব্রতর জাবিতে ১৭ হলের কমিটি ঘোষণা: রোকেয়া হলের সভাপতি হলেন ছাত্রলীগ নেত্রী কাজী মৌসুমী আফরোজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ২৪ ঘণ্টায় জাতিসংঘ মানবাধিকার অফিস বাতিলের আল্টিমেটাম

২০২৪ সালে ডামি নির্বাচন হয়েছে, আদালতে স্বীকারোক্তি সাবেক সিইসি হাবিবুল আউয়ালের

  • আপলোড সময় : ২৭-০৬-২০২৫ ০১:৫৯:৩২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৬-২০২৫ ০১:৫৯:৩২ পূর্বাহ্ন
২০২৪ সালে ডামি নির্বাচন হয়েছে, আদালতে স্বীকারোক্তি সাবেক সিইসি হাবিবুল আউয়ালের
সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল আদালতকে বলেছেন, ২০২৪ সালের নির্বাচন ছিল ডামি নির্বাচন। এটি ছিল প্রহসনের নির্বাচন। রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা না হওয়ার কারণেই ২০২৪ সালে ডামি নির্বাচন হয়েছে।
 
বৃহস্পতিবার, ২৬ জুন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমানের আদালতে শুনানিতে তার প্রশ্নের জবাবে এসব কথা বলেন হাবিবুল আউয়াল।
 
 
হাবিবুল আউয়ালের এমন উত্তরের পর তাকে আদালত প্রশ্ন করেন, তাহলে তিনি পদত্যাগ করলেন না কেন?
 
আদালতের এই প্রশ্নের জবাব এড়িয়ে যান হাবিবুল আউয়াল। তিনি বলেন, অতীতে কোনো সিইসি পদত্যাগ করেননি।
 
হাবিবুল আউয়াল পরে শেখ মুজিবুর রহমানের শাসনামলের নির্বাচন, ১৯৯৬ সালের নির্বাচনের অনিয়মের প্রসঙ্গ আদালতে তুলে ধরেন।
 
দিনের ভোট রাতে করাসহ প্রহসনের নির্বাচনের মাধ্যমে জনগণকে ভোটাধিকার থেকে বঞ্চিত করার অভিযোগে রাজধানীর শেরেবাংলা নগর থানার মামলায় হাবিবুল আউয়ালের তিন দিনের রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন আদালত। এই মামলায় তার ১০ দিনের রিমান্ডের আবেদন করেছিল পুলিশ।
 
এ মামলায় হাবিবুল আউয়ালকে গতকাল বুধবার সকালে রাজধানীর মগবাজার থেকে গ্রেপ্তার করার কথা জানায় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
 
একই মামলায় গত রোববার আরেক সাবেক সিইসি কে এম নূরুল হুদাকে গ্রেপ্তার করা হয়। পরদিন সোমবার তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
 
প্রহসনের নির্বাচন করার অভিযোগে সাবেক তিন সিইসিসহ ২৪ জনের নাম উল্লেখ করে রোববার রাজধানীর শেরেবাংলা নগর থানায় মামলা করেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য সালাহ উদ্দিন খান।
 
মামলায় ২০১৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে তৎকালীন সিইসি কাজী রকিবউদ্দীন আহমদ, ২০১৮ সালের নির্বাচনে তৎকালীন সিইসি কে এম নূরুল হুদা ও ২০২৪ সালের নির্বাচনে তৎকালীন সিইসি কাজী হাবিবুল আউয়ালকে আসামি করা হয়।
 
মামলায় রাষ্ট্রদ্রোহের অপরাধের ধারা যুক্ত করার বিষয়ে শেরেবাংলা নগর থানার পুলিশ আবেদন করলে গতকাল তা মঞ্জুর করেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত।
 
শেরেবাংলা নগর থানায় এই মামলার অন্য আসামিদের মধ্যে আছেন জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সাবেক আইজিপি হাসান মাহমুদ খন্দকার, জাবেদ পাটোয়ারী, এ কে এম শহীদুল হক প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার-2

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জাবির চারুকলা বিভাগের বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনীর উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

জাবির চারুকলা বিভাগের বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনীর উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান