ঢাকা , রবিবার, ০৫ অক্টোবর ২০২৫ , ১৯ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উত্তর সিরিয়ায় মানবিজ ফ্রন্টে উত্তেজনা, শক্ত করছে অবস্থান ক্যালিফোর্নিয়ায় শেভরন রিফাইনারিতে বিস্ফোরণ, আগুন নিয়ন্ত্রণে রাশিয়ান হ্যাকারদের নিশানায় ইসরাইলি হাসপাতাল রপ্তানিতে রেকর্ড: প্রতিরক্ষা–মহাকাশ খাতে তুরস্কের উত্থান এশিয়ার শীর্ষ ৪ জায়ান্ট, সবাই টেক কোম্পানি দেশের বিমানবন্দর নিরাপত্তায় আসছে নতুন বাহিনী ‘এজিবি’ ২জি–৩জি বিদায়, বিশ্ব এখন পূর্ণ ৫জি যুগের পথে ভিয়েতনামে টাইফুন বুয়ালয়ের তাণ্ডব, নিহত ৪৯ রাশিয়ার ওপর নতুন চাপের ঘোষণা দিল জি–৭ এআই মডেল প্রভাবিত করতে ৬ মিলিয়ন ডলারের চুক্তি ইসরায়েলের মধ্যপ্রাচ্যে প্রভাব হারাচ্ছে যুক্তরাষ্ট্র গ্লোবাল সুমুদ ফ্লোটিলা দখল, শতাধিক কর্মী আটক ইসরায়েলি হস্তক্ষেপের মধ্যে সুমুদ ফ্লোটিলা চীন পূর্ব উপকূলে ক্ষেপণাস্ত্র শক্তি বৃদ্ধি নেতানিয়াহুর সফরে পাল্টে গেল ট্রাম্পের গাজা পরিকল্পনা সুদানে জুমার নামাজে মসজিদে রকেট হামলা, নিহত ৭৫ তুর্কি হুরজেটের জন্য মার্কিন ইঞ্জিন অনুমোদন মধ্যপ্রাচ্যে মার্কিন যুদ্ধবিমান সমাবেশ, আকাশে ট্যাংকারের ব্যস্ততা নিউইয়র্কে মার্কিন টেক ডেভেলপারদের সঙ্গে নেতানিয়াহুর বৈঠক ইসরায়েলের কাছে আন্তর্জাতিক পানিসীমায় ৫০ দেশের ৫০০ মানুষ আটক

ভারত–চীন সম্পর্কের অগ্রগতি: সার ও খনিজসহ রপ্তানি নিষেধাজ্ঞা তুলে নিল বেইজিং

  • আপলোড সময় : ১৯-০৮-২০২৫ ১১:৪৭:৫৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৮-২০২৫ ১১:৪৭:৫৮ অপরাহ্ন
ভারত–চীন সম্পর্কের অগ্রগতি: সার ও খনিজসহ রপ্তানি নিষেধাজ্ঞা তুলে নিল বেইজিং ছবি: সংগৃহীত
ভারত ও চীনের দ্বিপাক্ষিক সম্পর্কে টানাপোড়েনের মধ্যেই বড় ধরনের অগ্রগতি এসেছে। চীন ঘোষণা করেছে, তারা ভারতে সার, রেয়ার আর্থ খনিজ ও ম্যাগনেট এবং টানেল বোরিং মেশিনের ওপর আরোপিত রপ্তানি নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে।
 
দ্য ইকোনমিক টাইমস জানিয়েছে, গত মাসে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর ও চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-এর বৈঠকে দিল্লি এ তিনটি বিষয়ে বিশেষ গুরুত্ব আরোপ করেছিল। ভারত স্পষ্ট জানায়, আকস্মিকভাবে সার রপ্তানি বন্ধ হয়ে যাওয়ায় রবি মৌসুমে ডি-অ্যামোনিয়াম ফসফেট (ডিএপি) সরবরাহে বড় ধরনের বিঘ্ন ঘটেছে। একইভাবে গুরুত্বপূর্ণ অবকাঠামো প্রকল্পে ব্যবহৃত টানেল বোরিং মেশিনও আটকে রাখা হয়েছিল, যেগুলো মূলত চীনের কারখানায় তৈরি।
 
এছাড়া অটোমোবাইল ও ইলেকট্রনিক্স শিল্পের পক্ষ থেকে রেয়ার আর্থ ম্যাগনেট ও খনিজ রপ্তানিতে চীনের নিষেধাজ্ঞা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। দুই দেশের মধ্যে গত মাসে জয়শঙ্কর ও ওয়াং ই-এর দুটি বৈঠকের পর লাদাখ সীমান্তে সেনা প্রত্যাহারের ধারাবাহিকতায় রাজনৈতিক মতপার্থক্য কমাতে আস্থা বৃদ্ধিমূলক পদক্ষেপ হিসেবে এই অর্থনৈতিক নিষেধাজ্ঞা শিথিলের সিদ্ধান্ত নেওয়া হয়।
 
বিশ্লেষকদের মতে, এই পদক্ষেপ কেবল দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন গতি দেবে না, বরং এমন সময়ে গুরুত্বপূর্ণ বার্তা দিচ্ছে যখন যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো চীনের ওপর চাপ বাড়াচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাতক্ষীরা সীমান্তে আটক ১৫ বাংলাদেশিকে বিএসএফ থেকে বিজিবির কাছে হস্তান্তর

সাতক্ষীরা সীমান্তে আটক ১৫ বাংলাদেশিকে বিএসএফ থেকে বিজিবির কাছে হস্তান্তর