ভারত–চীন সম্পর্কের অগ্রগতি: সার ও খনিজসহ রপ্তানি নিষেধাজ্ঞা তুলে নিল বেইজিং

আপলোড সময় : ১৯-০৮-২০২৫ ১১:৪৭:৫৮ অপরাহ্ন , আপডেট সময় : ১৯-০৮-২০২৫ ১১:৪৭:৫৮ অপরাহ্ন
ভারত ও চীনের দ্বিপাক্ষিক সম্পর্কে টানাপোড়েনের মধ্যেই বড় ধরনের অগ্রগতি এসেছে। চীন ঘোষণা করেছে, তারা ভারতে সার, রেয়ার আর্থ খনিজ ও ম্যাগনেট এবং টানেল বোরিং মেশিনের ওপর আরোপিত রপ্তানি নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে।
 
দ্য ইকোনমিক টাইমস জানিয়েছে, গত মাসে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর ও চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-এর বৈঠকে দিল্লি এ তিনটি বিষয়ে বিশেষ গুরুত্ব আরোপ করেছিল। ভারত স্পষ্ট জানায়, আকস্মিকভাবে সার রপ্তানি বন্ধ হয়ে যাওয়ায় রবি মৌসুমে ডি-অ্যামোনিয়াম ফসফেট (ডিএপি) সরবরাহে বড় ধরনের বিঘ্ন ঘটেছে। একইভাবে গুরুত্বপূর্ণ অবকাঠামো প্রকল্পে ব্যবহৃত টানেল বোরিং মেশিনও আটকে রাখা হয়েছিল, যেগুলো মূলত চীনের কারখানায় তৈরি।
 
এছাড়া অটোমোবাইল ও ইলেকট্রনিক্স শিল্পের পক্ষ থেকে রেয়ার আর্থ ম্যাগনেট ও খনিজ রপ্তানিতে চীনের নিষেধাজ্ঞা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। দুই দেশের মধ্যে গত মাসে জয়শঙ্কর ও ওয়াং ই-এর দুটি বৈঠকের পর লাদাখ সীমান্তে সেনা প্রত্যাহারের ধারাবাহিকতায় রাজনৈতিক মতপার্থক্য কমাতে আস্থা বৃদ্ধিমূলক পদক্ষেপ হিসেবে এই অর্থনৈতিক নিষেধাজ্ঞা শিথিলের সিদ্ধান্ত নেওয়া হয়।
 
বিশ্লেষকদের মতে, এই পদক্ষেপ কেবল দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন গতি দেবে না, বরং এমন সময়ে গুরুত্বপূর্ণ বার্তা দিচ্ছে যখন যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো চীনের ওপর চাপ বাড়াচ্ছে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]