ঢাকা , বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫ , ২৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় নির্বাচনের দিনে চার প্রশ্নে গণভোট: জুলাই সনদ বাস্তবায়নের প্রস্তুতি তেজগাঁও রেলস্টেশনে ট্রেনে আগুন, রাজধানীতে সংঘটিত একাধিক অগ্নিকাণ্ড ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সামনে ককটেল বিস্ফোরণ, আহত ১ দিল্লিতে শেখ হাসিনার গণমাধ্যমে বক্তব্যে ঢাকার উদ্বেগ পল্লবীতে ভিডিও প্রদর্শনী চলাকালে দুই বিস্ফোরণ, পুলিশ বলছে ‘পটকা’ ফেনীর মহিপালে সড়কে দাঁড়িয়ে থাকা বাসে আগুন, নাশকতার আশঙ্কা ভেনেজুয়েলা বলল — যুক্তরাষ্ট্রের কোনো হামলা সামলাতে তাদের সেনাবাহিনী প্রস্তুত বিজয়নগরে গ্রামীণ ব্যাংকে পেট্রল ঢেলে আগুন, তদন্তে পুলিশ নতুন বেতন কাঠামোর রূপরেখা দেবে অন্তর্বর্তী সরকার: অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন সেন্টমার্টিনের কাছে দুই ট্রলারসহ ১৩ বাংলাদেশি জেলেকে ধরে নিল আরাকান আর্মি ঢাবির সব খেলার মাঠ সংরক্ষণের নির্দেশ হাইকোর্টের আন্তর্জাতিক নিরাপত্তা স্বীকৃতি ধরে রাখল এয়ার এ্যাস্ট্রা, ২০২৭ পর্যন্ত আইওএসএ রেজিস্টার্ড এয়ারলাইন শীর্ষ সন্ত্রাসী মামুন হত্যায় দুই শুটারসহ পাঁচজন গ্রেপ্তার, মূল পরিকল্পনাকারী রনি পলাতক ত্রুটিপূর্ণ বিমান ভাড়া মামলায় সাবেক বিচারপতি মেসবাহ উদ্দিনসহ তিনজনের জামিন মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুলে পেট্রোল বোমা হামলা, অল্পের জন্য রক্ষা ঢাকায় ককটেল হামলা: সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য সরকারের কঠোর পদক্ষেপ ৭,১৫০ কোটি টাকায় একনেকে ১২টি নতুন উন্নয়ন প্রকল্প অনুমোদন সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য দায়িত্বশীলতা জরুরি: কমিশনার জাতীয় বিশ্ববিদ্যালয়ে আইসিটি দক্ষতা বৃদ্ধি: এটুআই-এর সঙ্গে নতুন প্রশিক্ষণ উদ্যোগ শীতে অগ্নিকাণ্ড ঝুঁকি বাড়ায় দেশজুড়ে ফায়ার সার্ভিসের সচেতনতা অভিযান

ইসরাইলি কৃষি মডেলে ভারতীয় কৃষকদের আত্মহত্যা বেড়েছে: নতুন রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য

  • আপলোড সময় : ০৮-১১-২০২৫ ১২:২৬:৪৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-১১-২০২৫ ১২:২৬:৪৮ পূর্বাহ্ন
ইসরাইলি কৃষি মডেলে ভারতীয় কৃষকদের আত্মহত্যা বেড়েছে: নতুন রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য ছবি: সংগৃহীত
ইসরাইলি উন্নয়ন নীতি ও কৃষি মডেলের প্রভাব ভারতীয় কৃষি খাতের জন্য ভয়াবহ পরিণতি বয়ে এনেছে বলে অভিযোগ উঠেছে। আন্তর্জাতিক বয়কট আন্দোলন বিডিএস (Boycott, Divestment and Sanctions)-এর সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, গত দুই দশকে ইসরাইল-সমর্থিত কৃষি মডেল বাস্তবায়নের ফলে ভারতে প্রায় তিন লাখ কৃষক আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন। এই মডেল মূলত নব্য উদারনৈতিক অর্থনৈতিক নীতির অংশ হিসেবে ভারতীয় কৃষিক্ষেত্রে ঋণ সংকট, জমি দখল ও উৎপাদন ব্যয়ের অস্বাভাবিক বৃদ্ধি ডেকে এনেছে।
 
ফার্স নিউজ এজেন্সির বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, ইসরাইলের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা আইডিএ (Israel’s Agency for International Development Cooperation) ১৯৫৮ সাল থেকে উন্নয়ন কূটনীতির বাহন হিসেবে কাজ করছে। যদিও সংস্থাটি “বিশ্বব্যাপী সহযোগিতার প্রতীক” হিসেবে পরিচিত, তবে বিডিএস আন্দোলনের দাবি—এই সংস্থাটি ইসরাইলের দখলদারিত্ব ও বৈষম্যমূলক নীতিকে বৈধতা দেওয়ার হাতিয়ার হিসেবে ব্যবহৃত হচ্ছে।
 
ফিলিস্তিনি নাগরিক সমাজের উদ্যোগে গঠিত বিডিএস আন্দোলনের মূল লক্ষ্য তিনটি: বয়কট, অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং ফিলিস্তিনে দখল বন্ধে রাজনৈতিক চাপ। আন্দোলনটি অভিযোগ করছে, মাশাউ (MASHAV)-এর মতো সংস্থাগুলো মানবিক উন্নয়নের ছদ্মবেশে ইসরাইলের “নরম কূটনীতি” এগিয়ে নিতে কাজ করছে। ইসরাইলি পররাষ্ট্র মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে পরিচালিত মাশাউ ইতোমধ্যে ১৪০টিরও বেশি দেশে কার্যক্রম চালিয়েছে এবং ৩ লাখ ৫০ হাজারেরও বেশি ব্যক্তিকে প্রশিক্ষণ দিয়েছে। তবে বিডিএস-এর মতে, এসব কার্যক্রম আসলে একধরনের “গ্রিনওয়াশিং”—যার মাধ্যমে ইসরাইল নিজেকে পরিবেশবান্ধব ও উদ্ভাবনী হিসেবে উপস্থাপন করছে, অথচ ফিলিস্তিনি ভূখণ্ডে কৃষি ও পানি সম্পদ ধ্বংস করছে।
 
সমালোচকরা উল্লেখ করেছেন, পশ্চিম তীরের ৯০ শতাংশ পানি সম্পদ ইসরাইলের নিয়ন্ত্রণে থাকা সত্ত্বেও তারা অন্যান্য দেশে ড্রিপ সেচের প্রযুক্তি রপ্তানি করে “মরুভূমিকে সমৃদ্ধ করার” ব্র্যান্ড ইমেজ তৈরি করছে। একই সময়ে, গাজা উপত্যকার ৮০ শতাংশ মানুষ খাদ্য সহায়তার ওপর নির্ভরশীল হয়ে পড়েছে।
 
বিডিএস-এর বিশ্লেষণ অনুযায়ী, এসব প্রকল্প প্রকৃত উন্নয়নের চেয়ে ইসরাইলের কূটনৈতিক বিচ্ছিন্নতা কাটানোর অংশ। স্থানীয় জনগণের প্রয়োজনের পরিবর্তে প্রকল্পগুলো এমনভাবে বাছাই করা হয় যাতে ইসরাইলি কোম্পানিগুলোর বাজার সম্প্রসারণ ও ইতিবাচক প্রচারণা জোরদার হয়।
 
ভারতে মাশাউ–এর কার্যক্রমও একই উদ্দেশ্য পূরণ করছে বলে অভিযোগ। ২০০৬ সালে শুরু হওয়া ইন্দো-ইসরাইলি কৃষি কর্মসূচির আওতায় ভারতের বিভিন্ন রাজ্যে সেন্টার অব এক্সিলেন্স (COE) স্থাপন করা হয়। এসব কেন্দ্র ভারত সরকারের অর্থায়নে স্থানীয় কৃষি বিশ্ববিদ্যালয়ের জমিতে গড়ে তোলা হলেও, বিডিএস দাবি করেছে যে এগুলো মূলত ইসরাইলি প্রচারণার হাতিয়ার হিসেবে কাজ করছে—যেখানে কৃষকদের জন্য প্রকৃত কোনো সুবিধা নেই, বরং তৈরি হচ্ছে প্রচারণামূলক ভিডিও ও প্রতিবেদন, যা ইসরাইলি “উন্নয়ন সফলতা” প্রদর্শনের অংশ।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনাসহ তিনজনের মামলার রায় ঘোষণা আজ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনাসহ তিনজনের মামলার রায় ঘোষণা আজ