গবেষণা প্রতিষ্ঠান Elabe কর্তৃক Les Echos পত্রিকার জন্য পরিচালিত জরিপ অনুযায়ী, ম্যাক্রোঁর এই আস্থার হার ফ্রাঁসোয়া ওঁলাঁদের ঐতিহাসিক নিম্নস্তরের সমান হয়ে গেছে—যা আধুনিক ফ্রান্সে কোনো প্রেসিডেন্টের জন্য অন্যতম সবচেয়ে অজনপ্রিয় রেকর্ড হিসেবে বিবেচিত।
বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক অর্থনৈতিক চাপ, অভিবাসন সংকট এবং ইউরোপীয় কূটনীতিতে ফ্রান্সের ভূমিকা নিয়ে জনগণের অসন্তুষ্টিই এই আস্থাহ্রাসের মূল কারণ।
সূত্র: Elabe for Les Echos