ফ্রান্সে রেকর্ড পতন: ম্যাক্রোঁর প্রতি আস্থা মাত্র ১৪%

আপলোড সময় : ১২-১০-২০২৫ ০৯:১৬:২১ পূর্বাহ্ন , আপডেট সময় : ১২-১০-২০২৫ ০৯:১৬:২১ পূর্বাহ্ন
ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর জনপ্রিয়তা তলানিতে পৌঁছেছে। সাম্প্রতিক এক জনমত জরিপে দেখা গেছে, মাত্র ১৪ শতাংশ ফরাসি নাগরিক বিশ্বাস করেন যে তিনি বড় জাতীয় ইস্যুগুলো কার্যকরভাবে সামাল দিতে সক্ষম।
 
গবেষণা প্রতিষ্ঠান Elabe কর্তৃক Les Echos পত্রিকার জন্য পরিচালিত জরিপ অনুযায়ী, ম্যাক্রোঁর এই আস্থার হার ফ্রাঁসোয়া ওঁলাঁদের ঐতিহাসিক নিম্নস্তরের সমান হয়ে গেছে—যা আধুনিক ফ্রান্সে কোনো প্রেসিডেন্টের জন্য অন্যতম সবচেয়ে অজনপ্রিয় রেকর্ড হিসেবে বিবেচিত।
 
বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক অর্থনৈতিক চাপ, অভিবাসন সংকট এবং ইউরোপীয় কূটনীতিতে ফ্রান্সের ভূমিকা নিয়ে জনগণের অসন্তুষ্টিই এই আস্থাহ্রাসের মূল কারণ।
 
সূত্র: Elabe for Les Echos

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]