ঐতিহাসিকভাবে দ্বীপগুলো ১৯০৩ সাল থেকে ব্রিটিশ দখলে ছিল। ১৯৭১ সালে ব্রিটেন দায়িত্ব হস্তান্তর করলে নতুন গঠিত সংযুক্ত আরব আমিরাত দাবি জানায়, তবে কার্যত দখল নেয় ইরান। তখন থেকেই ইরান ও আমিরাতের মধ্যে মালিকানা নিয়ে দীর্ঘদিনের টানাপোড়েন চলছে।
গত সোমবার কুয়েতে উপসাগরীয় দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে ইউরোপীয় প্রতিনিধিরাও যোগ দেন। বৈঠকের যৌথ বিবৃতিতে GCC ও EU দ্বীপগুলোর ওপর আমিরাতের দাবিকে সমর্থন জানায়। এর জবাবে ইরান আজ স্পষ্ট জানিয়ে দেয়, এসব দ্বীপ তার আঞ্চলিক অখণ্ডতার অংশ এবং এ বিষয়ে বাইরের কোনো চাপ মেনে নেওয়া হবে না।