
পারস্য উপসাগরের তিনটি কৌশলগত দ্বীপ আবু মুসা, ছোট তুনব ও বড় তুনব নিয়ে বিরোধ নতুন করে তীব্র হয়েছে। উপসাগরীয় সহযোগিতা পরিষদ (GCC) ও ইউরোপীয় ইউনিয়ন (EU) সম্প্রতি ইরানকে এসব দ্বীপ সংযুক্ত আরব আমিরাতের কাছে ছেড়ে দেওয়ার আহ্বান জানালে তেহরান কড়া প্রতিক্রিয়া জানায়। এর পরিপ্রেক্ষিতে ইরান ইউরোপীয় রাষ্ট্রদূতদের তলব করে তাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার সতর্কবার্তা দিয়েছে।
ঐতিহাসিকভাবে দ্বীপগুলো ১৯০৩ সাল থেকে ব্রিটিশ দখলে ছিল। ১৯৭১ সালে ব্রিটেন দায়িত্ব হস্তান্তর করলে নতুন গঠিত সংযুক্ত আরব আমিরাত দাবি জানায়, তবে কার্যত দখল নেয় ইরান। তখন থেকেই ইরান ও আমিরাতের মধ্যে মালিকানা নিয়ে দীর্ঘদিনের টানাপোড়েন চলছে।
গত সোমবার কুয়েতে উপসাগরীয় দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে ইউরোপীয় প্রতিনিধিরাও যোগ দেন। বৈঠকের যৌথ বিবৃতিতে GCC ও EU দ্বীপগুলোর ওপর আমিরাতের দাবিকে সমর্থন জানায়। এর জবাবে ইরান আজ স্পষ্ট জানিয়ে দেয়, এসব দ্বীপ তার আঞ্চলিক অখণ্ডতার অংশ এবং এ বিষয়ে বাইরের কোনো চাপ মেনে নেওয়া হবে না।