ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। স্থানীয় সময় শনিবার (৫ জুলাই) মধ্যরাতের পর ইসরায়েলর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করে এই হামলা প্রতিহত করা হয়।
ইসরায়েলি সেনাবাহিনীর বরাতে টাইমস অব ইসরায়েল জানায়, ক্ষেপণাস্ত্র হামলার পর মৃত সাগর ও জুডিয়ান মরুভূমি এলাকায় সতর্কতামূলক সাইরেন বাজানো হয়। এতে সাধারণ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়।
আইডিএফ এক বিবৃতিতে জানায়, ‘ইয়েমেন থেকে ইসরায়েলের দিকে একটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। আমাদের আকাশ প্রতিরক্ষা বাহিনী সেটি প্রতিহত করতে সক্ষম হয়েছে।’
হামলার ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। নিরাপত্তা বাহিনী পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। একইসঙ্গে জনগণকে আইডিএফ হোম ফ্রন্ট কমান্ডের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
উল্লেখ্য, গাজা যুদ্ধ শুরুর পর থেকে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা একাধিকবার ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছোড়ার অভিযোগে অভিযুক্ত। এই প্রেক্ষাপটে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আকাশপথে হামলা প্রতিরোধে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।