ঢাকা , রবিবার, ০৫ অক্টোবর ২০২৫ , ১৯ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উত্তর সিরিয়ায় মানবিজ ফ্রন্টে উত্তেজনা, শক্ত করছে অবস্থান ক্যালিফোর্নিয়ায় শেভরন রিফাইনারিতে বিস্ফোরণ, আগুন নিয়ন্ত্রণে রাশিয়ান হ্যাকারদের নিশানায় ইসরাইলি হাসপাতাল রপ্তানিতে রেকর্ড: প্রতিরক্ষা–মহাকাশ খাতে তুরস্কের উত্থান এশিয়ার শীর্ষ ৪ জায়ান্ট, সবাই টেক কোম্পানি দেশের বিমানবন্দর নিরাপত্তায় আসছে নতুন বাহিনী ‘এজিবি’ ২জি–৩জি বিদায়, বিশ্ব এখন পূর্ণ ৫জি যুগের পথে ভিয়েতনামে টাইফুন বুয়ালয়ের তাণ্ডব, নিহত ৪৯ রাশিয়ার ওপর নতুন চাপের ঘোষণা দিল জি–৭ এআই মডেল প্রভাবিত করতে ৬ মিলিয়ন ডলারের চুক্তি ইসরায়েলের মধ্যপ্রাচ্যে প্রভাব হারাচ্ছে যুক্তরাষ্ট্র গ্লোবাল সুমুদ ফ্লোটিলা দখল, শতাধিক কর্মী আটক ইসরায়েলি হস্তক্ষেপের মধ্যে সুমুদ ফ্লোটিলা চীন পূর্ব উপকূলে ক্ষেপণাস্ত্র শক্তি বৃদ্ধি নেতানিয়াহুর সফরে পাল্টে গেল ট্রাম্পের গাজা পরিকল্পনা সুদানে জুমার নামাজে মসজিদে রকেট হামলা, নিহত ৭৫ তুর্কি হুরজেটের জন্য মার্কিন ইঞ্জিন অনুমোদন মধ্যপ্রাচ্যে মার্কিন যুদ্ধবিমান সমাবেশ, আকাশে ট্যাংকারের ব্যস্ততা নিউইয়র্কে মার্কিন টেক ডেভেলপারদের সঙ্গে নেতানিয়াহুর বৈঠক ইসরায়েলের কাছে আন্তর্জাতিক পানিসীমায় ৫০ দেশের ৫০০ মানুষ আটক

এনসিপির গোপালগঞ্জ কমিটি থেকে নাম প্রত্যাহারের অনুরোধ ব্যবসায়ীর

  • আপলোড সময় : ০৫-০৭-২০২৫ ১২:০৪:৩১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৭-২০২৫ ১২:০৪:৩১ অপরাহ্ন
এনসিপির গোপালগঞ্জ কমিটি থেকে নাম প্রত্যাহারের অনুরোধ ব্যবসায়ীর বৃহস্পতিবার ঘোষিত কমিটিতে এক নম্বর সদস্য করা হয় ছাদিম কাজীকে

কমিটি ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যে ফেসবুকে পোস্ট দিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গোপালগঞ্জ জেলা সমন্বয় কমিটি থেকে নাম বাদ দেওয়ার অনুরোধ জানিয়েছেন  মুদি ব্যবসায়ী ছাদিম কাজী। বৃহস্পতিবার ঘোষিত এনসিপির গোপালগঞ্জ জেলা সমন্বয় কমিটির এক নম্বর সদস্য করা হয় তাকে। শুক্রবার দুপুরে ছাদিম কাজী তার ফেসবুকে এক পোস্টে তার নাম প্রত্যাহারের আহ্বান জানান তিনি। 

তিনি লিখেছেন, ‌আমার অনুমতি ছাড়া আমাকে এনসিপির কমিটির (জেলা সমন্বয় কমিটি) সদস্য মনোনীত করা হয়েছে। এটা আমার ও আমার পরিবারের জন্য অনাকাঙ্খিত ঘটনা। এই ব্যাপারে আমি কিছুই জানি না। আমার বিরুদ্ধে কেউ ষড়যন্ত্র করেছে। আমি কোনো রাজনৈতিক দলের সদস্য না, এনসিপি দলেরও সদস্যও না। তাই আমার নাম এনসিপি দলের কমিটি থেকে বাদ দেওয়ার অনুরোধ রইলো।

বৃহস্পতিবার রাতে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন ও মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ স্বাক্ষরিত গোপালগঞ্জ জেলা সমন্বয় কমিটি প্রকাশ করা হয়। ২৯ সদস্যবিশিষ্ট ঘোষিত ওই কমিটির এক নম্বর সদস্য করা হয় ছাদিম কাজীকে। এ ঘটনার পর ফেসবুকে ছাদিম কাজীকে অনেকেই ধন্যবাদ জানিয়েছেন।

এ ব্যাপারে ছাদিম কাজী জানান, তিনি কখনও কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন না। গোপালগঞ্জ জেলা শহরে তিনি মুদি ব্যবসা করেন। এনসিপির কমিটিতে তার নাম দেখে অবাক হয়েছেন। তাই ফেসবুকে পোস্ট দিয়ে নাম প্রত্যাহারের অনুরোধ করেছেন।

ছাদিম কাজী আরও বলেন, এসসিপির গোপালগঞ্জ জেলার প্রধান সমন্বয়ক মো. আরিফুল ইসলাম তার স্কুলের বড় ভাই ছিলেন। তিনি হয়তো কমিটিতে তার নামটি দিয়ে থাকতে পারেন। 

এ ব্যাপারে জানতে গোপালগঞ্জ জেলার প্রধান সমন্বয়ক মো.আরিফুল ইসলামের মুঠোফোনে কল দেওয়া হয়। তবে ফোনে তাকে পাওয়া যায়নি। 


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার-5

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাতক্ষীরা সীমান্তে আটক ১৫ বাংলাদেশিকে বিএসএফ থেকে বিজিবির কাছে হস্তান্তর

সাতক্ষীরা সীমান্তে আটক ১৫ বাংলাদেশিকে বিএসএফ থেকে বিজিবির কাছে হস্তান্তর