গাজীপুর সিটি করপোরেশনের পুবাইল আক্কাস মার্কেট এলাকায় ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাত ব্যক্তির মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেল পৌনে ৫টার দিকে ঢাকা-জয়দেবপুর রেলরুটে এই দুর্ঘটনা ঘটে।
টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) জানান, আনুমানিক ৪৫ বছর বয়সী ওই ব্যক্তি রেললাইন দিয়ে হাঁটছিলেন। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুর এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে।
এসআই আরও জানান, নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান।
ডেস্ক রিপোর্ট